This Article is From Jul 19, 2019

উত্তরপ্রদেশে গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদরা

তৃণমূলের পক্ষে যে দলটি সোনভদ্র জেলায় যাচ্ছে তাতে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, আবিররঞ্জন বিশ্বাস এবং উমা সরেন।

উত্তরপ্রদেশে গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদরা

সোনভদ্র জেলার উবভা গ্রামে যাবে তৃণমূলের প্রতিনিধি দল।

হাইলাইটস

  • উত্তরপ্রদেশের সোনভদ্রতে তৃণমূল সাংসদদের একটি দল যাবে
  • তৃণমূলের দলটি শনিবার ৯.১৫-তে বারাণসী বিমান বন্দরে পৌঁছবে
  • সেখান থেকে সোনভদ্র জেলার উবভা গ্রামে যাবে তারা
নয়াদিল্লি:

জমি নিয়ে বিবাদের জেরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সোনভদ্রতে (Sonbhadra) ১০ জনের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল সাংসদদের একটি দল আক্রান্তরা ও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবে। তৃণমূল কংগ্রেসের ঘোষণার আগে এদিনই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি যাতায়াতের পথে সোনভদ্রের আক্রান্তরা ও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাস্তাতেই বসে প্রতিবাদ করতে শুরু করেন। পরে সরকারি একটি গাড়ি তাঁকে সরকারি অতিথি নিবাসে পৌঁছে দেয়। তৃণমূলের দলটি শনিবার ৯.১৫-তে বারাণসী বিমান বন্দরে পৌঁছবে। তারপর সেখান থেকে সোনভদ্র জেলার উবভা গ্রামে যাবেন তাঁরা। তৃণমূলের পক্ষে যে দলটি সোনভদ্র জেলায় যাচ্ছে তাতে রয়েছেন ডেরেক ও'ব্রায়েন, আবিররঞ্জন বিশ্বাস এবং উমা সরেন।

উত্তরপ্রদেশে গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পথেই আটক প্রিয়ঙ্কা গান্ধি

বুধবার গ্রাম প্রধান যগ দূত ও তাঁর সহকারীদের সঙ্গে ৩৬ একর জমি নিয়ে বিবাদ শুরু হয় সেখানকার আদিবাসী কৃষকদের। কৃষকরা তাঁদের বংশ পরম্পরায় প্রাপ্ত জমি ছাড়তে আপত্তি করায় গুলি চা‌লানো হয়। ১০ জনের মৃত্যু হয়। আহত ২৪ জন।

যগ দূত ও তাঁর ভাইসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোনভদ্র জেলার ঘোরাওয়াল এলাকায় গাড়ি ও মানুষের চলাফেরার প্রতি নজর রাখা হচ্ছে। অতিরিক্ত মুখ্য সচিবের অধীনে একটি কমিটি বিষয়টি তদন্ত করে দেখছে। মুখ্যমন্ত্রী জানান, ওই কমিটি ১০ দিন পরে তাদের রিপোর্ট পেশ করবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.