This Article is From Mar 15, 2019

সোশ্যাল মিডিয়ার ট্রোলকে একহাত নিলেন লোকসভার তৃণমূল প্রার্থী নুসরৎ জাহান

যাদবপুর(Jadavpur) লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে আরেক টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী(Mimi Chakraborti)।

সোশ্যাল মিডিয়ার ট্রোলকে একহাত নিলেন লোকসভার তৃণমূল প্রার্থী নুসরৎ জাহান

বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরৎ জাহান(Nusrat Jahan)।

কলকাতা:

সেলিব্রিটি তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরৎ জাহান(Nusrat Jahan) বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্দেশে করা ট্রোলগুলির তীব্র সমালোচনা করে বললেন, এটা অপসংস্খৃতি ছাড়া আর কিছুই নয়। উত্তর ২৪ পরগণার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরৎ জাহান(Nusrat Jahan) । যাদবপুর(Jadavpur) লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে আরেক টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী(Mimi Chakraborti)। মঙ্গলবারই তাঁদের দুজনের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের নামে বিভিন্ন ট্রোল ও মিম ছড়িয়ে পড়তে থাকে। “আমার মনে হয়, এই পরিবর্তনটাই আমরা করতে চাইছি। মহিলাদের অবমাননার জন্য ট্রোলিং করা একটি নতুন উপায়। নারীদের আরও সম্মান দেওয়া হোক, তা চাই আমরা”, বলেন নুসরৎ(Nusrat Jahan)।

“আমি জানিও না কারা এটা করছে। কেনই বা করছে। আমার পরিষ্কার একটা কথাই মনে হয়, এরা অসভ্য। ওরা যদি জানত কীভাবে নিজের মা আর বোনদের সম্মান করতে হয়, তাহলে আমাদেরও সম্মান দিতে পারত”, অত্যন্ত রাগতভাবে বলেন তিনি।

তাঁর রাজনীতিতে পা রাখা নিয়ে প্রশ্ন করা হলে ২৮ বছর বয়সী অভিনেত্রী বলেন, “ছবির প্রোমোশনের সময় আমরা মানুষের কাছে পৌঁছই। রাজনৈতিক নেত্রী হিসাবে মানবকল্যাণ নিশ্চিত করার ব্যাপারটির দিকেও নজর থাকবে আমাদের।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.