This Article is From Mar 03, 2020

‘‘টাইগার জিন্দা হ্যায়’’: মৃত্যুর গুজব উড়িয়ে জানালেন অমর সিংহ

তাঁর মৃত্যুর গুজব রটিয়েছে যারা, তাদের ‘শুভাকাঙ্ক্ষী ও বন্ধু’ বলে কটাক্ষ করেন অমর সিংহ।

‘‘টাইগার জিন্দা হ্যায়’’: মৃত্যুর গুজব উড়িয়ে জানালেন অমর সিংহ

সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহ টুইটারে ভিডিওটি পোস্ট করেন।

হাইলাইটস

  • অমর সিংহর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছিল সোমবার
  • জানালেন, ‘‘টাইগার জিন্দা হ্যায়’’
  • সিঙ্গাপুরের এক হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৪ বছরের রাজনৈতিক নেতা
নয়াদিল্লি:

সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহ (Amar Singh) তাঁর মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে জানালেন, ‘‘টাইগার জিন্দা হ্যায়।'' তিনি জানালেন, কিডনি সংক্রান্ত অসুখের জন্য সিঙ্গাপুরের এক হাসপাতালে অস্ত্রোপচার হবে তাঁর। টুইটারে একটি ভিডিও শেয়ার করে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি তাঁর ভিডিওর নাটকীয় শিরোনাম দেন ‘টাইগার জিন্দা হ্যায়'। অমর সিংহ জানিয়েছেন, তাঁর চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পরেই তিনি দেশে ফিরে আসবেন। তাঁর মৃত্যুর গুজব রটিয়েছে যারা, তাদের ‘শুভাকাঙ্ক্ষী ও বন্ধু' বলে কটাক্ষ করেন প্রবীণ নেতা। জানিয়ে দেন, দ্রুত তাঁর মৃত্যুর গুজব রটিয়ে দেওয়া হয়েছিল। ৬৪ বছরের রাজনৈতিক নেতার মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছিল সোমবার।

উত্তরপ্রদেশের আজমগড়ে জন্মানো অমর সিংহকে ভিডিওয় বলতে শোনা যায়, ‘‘আমার শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা আমার মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন যমরাজ আমাকে ডেকে পাঠিয়েছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। এখনও যথেষ্ট সাহস, উৎসাহ ও উদ্দীপনা অবশিষ্ট রয়েছে আমার মধ্যে এবং আমার চিকিৎসাও চলছে। আশা করি, মা ভবানীর আশীর্বাদে আমি দ্বিগুণ শক্তি নিয়ে ফিরতে পারব।''

“ভাঁড়ের কাজ করা বন্ধ করুন”, করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রীর উত্তরে বললেন রাহুল গান্ধি

রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেন, ‘‘আমি আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাই যাঁরা আমার মৃত্যুর গুজব রটিয়েছেন।''

গত বছরের এপ্রিল-মে মাসে জাতীয় নির্বাচনের আগে তাঁর প্রাক্তন সতীর্থ আজম খানকে রাজনীতির ‘নোংরা ও গোবর' বলে আক্রমণ করেছিলেন অমর সিংহ। তার আগে উত্তরপ্রদেশের রামপুরে অভিনেত্রী-রাজনীতিবিদ জয়া প্রদা ভোটের প্রচারে গেলে অভিনেত্রীকে কটাক্ষ করে ‘খাকি আন্ডারওয়্যার' বলেন আজম খান। সেই বক্তব্যের প্রতিক্রিয়াতেই অমর সিংহ ওই মন্তব্য করেন।

একজনের করোনা-আক্রান্ত হওয়ার পর ভিয়েনা-দিল্লি উড়ানের যাত্রীদের নির্দেশ এয়ার ইন্ডিয়ার

প্রসঙ্গত, জয়া প্রদা ও অমর সিংহ দু'জনকেই ২০১০ সালে দল-বিরোধী সক্রিয়তার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের এক বছর পরে অমর সিংহকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগে জয়া প্রদা তাঁর পক্ষ নিয়ে কথা বলেছিলেন।

সমাজবাদী পার্টির এক প্রধান ন‌েতা ছিলেন অমর সিংহ। ২০০৮ সালে ইউপিএ সরকারকে সমর্থন করে তাঁর দল। আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তির ইস্যুতে সরকার থেকে সেই সময় সরে গিয়েছিল বামেরা। তখনই সমাজবাদী পার্টি সরকারকে সমর্থন দেয়।

২০১০ সালে অমর সিংহ তৈরি করেন তাঁর দল ‘রাষ্ট্রীয় লোকমঞ্চ'। কিন্তু তাঁর দল পরের বছর উত্তরপ্রদেশের নির্বাচনে জিততে পারেনি।

তিন বছর পরে তিনি রাষ্ট্রীয় লোকদলে যোগ দেন। ফতেপুর সিক্রি আসন থেকে নির্বাচনে লড়ে অবশ্য তিনি জিততে পারেননি।

.