This Article is From Nov 12, 2019

নিউ টাউনে গাড়ি দুর্ঘটনায় মৃত ২, গুরুতর জখম ৩

দুই জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর।

নিউ টাউনে গাড়ি দুর্ঘটনায় মৃত ২, গুরুতর জখম ৩

নিহত তিন ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। (প্রতীকী)

ফ্লাই ওভারের পিলারে গাড়ির ধাক্কায় (Car Accident) তিনজনের মৃত্যু হল নিউ টাউনে (New Town area)। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় দু'জন গুরুতর জখম হয়েছেন। নিউ টাউনে একটি পার্টি থেকে ফেরার পর গাড়িতে করে ফিরছিলেন পাঁচ ব্যক্তি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাই ওভারের পিলারে গিয়ে ধাক্কা মারে।

গ্যাস কাটারের সাহায্যে গাড়ি কেটে একজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে ওই আধিকারিক জান‌িয়েছেন।

দুই জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর।

ভোর রাতে মুখোমুখি দুই ট্রেন! বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনার বলি ১৫, বাড়ছে আহতের সংখ্যা

নিহত তিন ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক তদন্তকারী এক দল গাড়িটি পরীক্ষা করে দেখছে। তদন্তকারী দলের একজন বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ বোঝার চেষ্টা করা হচ্ছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.