This Article is From Jun 04, 2019

মমতা হিরণ্যকশ্যপের পরিবারের সদস্য, দাবি এই বিজেপি নেতার

জয় শ্রীরাম (Jay Sree Ram) ধ্বনি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা।

মমতা হিরণ্যকশ্যপের পরিবারের সদস্য, দাবি এই বিজেপি নেতার

রকম সকম দেখে  মনে হচ্ছে মমতা হিরণ্যকশ্যপের পরিবারের সদস্যঃ সাক্ষী মহারাজ

হাইলাইটস

  • বিজেপি নেতা সাক্ষী মহারাজ বললেন মমতা হিরণ্যকশ্যপের পরিবারের সদস্য
  • হিরণ্যকশ্যপ তার ছেলে প্রহ্লাদকে ঈশ্বর বিশ্বাসের জন্য বন্দি করেছিল
  • সেই বিষয়টি ফের একবার টেনে আনলেন সাক্ষী মহারাজ
হরিদ্বার, উত্তরাখন্ড:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal Chief Minister) আক্রমণ করতে গিয়ে পাল্টা সমালোচনার মুখে পড়লেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ (sakshi Maharaj) । তিনি বললেন মমতা হিরণ্যকশ্যপের পরিবারের সদস্য। জয় শ্রীরাম (Jay Sree Ram) ধ্বনি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা। হিরণ্যকশ্যপ তার ছেলে প্রহ্লাদকে  ঈশ্বর বিশ্বাসের জন্য বন্দি করেছিল। সেই বিষয়টি ফের একবার টেনে আনলেন সাক্ষী মহারাজ। তাঁর কথায় একজন রাক্ষস ছিল। তার নাম হিরণ্যকশ্যপ। তার ছেলে বলেছিলেন জয় শ্রী রাম। তাই বাবা তাঁকে শাস্তি দিয়েছিলেন। এই একই ঘটনা বাংলায় হচ্ছে। আর রকম সকম দেখে মনে হচ্ছে মমতা হিরণ্যকশ্যপের পরিবারের সদস্য। তাই যারা জয় শ্রীরাম বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। মমতা সংবাদ সংস্থা এএনআই এই সংবাদ প্রকাশ করেছে।

“জয় শ্রীরাম” স্লোগান ভাল, বিজেপি যেভাবে ব্যবহার করছে সেটা নয়: মমতা

লোকসভা নির্বাচনের প্রচারের সময় থেকে শুরু হয়েছে এই জয় শ্রী রাম বিতর্ক, ইতিমধ্যেই বার দুয়েক মেজাজ হারিয়েছেন মমতা নিজে। কখনও কখনও জয় শ্রী রাম ধ্বনি দিয়ে পুলিশের লাঠি খেতে হয়েছে বিজেপিকে। কখনও আবার গ্রেফতার হতে হয়েছে। এবার প্রতিক্রিয়া জন সাক্ষী মহারাজ। তাঁর কথায়,  ‘যারা জয় শ্রীরাম বলছে তাদের জেলে পাঠানো হচ্ছে । মমতা কেন রেগে যাচ্ছেন সেটা বুঝতে পারছি না। তাঁর পরিকল্পনা কী তাও বোঝা যাচ্ছে না।'

‘‘রামনাম জপ করুন, দুষ্ট আত্মার প্রভাব দূর হবে'': মমতাকে বললেন বিজেপি নেতা

এর আগে মমতা বলেন, জয় শ্রীরাম স্লোগানে তাঁর আপত্তি নেই, তবে “ধর্ম ও রাজনীতিতে মিশিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে অশান্তি পাকাচ্ছে” বিজেপি কর্মীরা, তা নিয়ে তাঁর আপত্তি রয়েছে।  ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “সভায় রাজনৈতিকদলগুলির স্লোগানে আমার কোনও আপত্তি নেই। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান আছে। আমার দলের জয় হিন্দ এবং বন্দেমাতরম, বামেদের ইনকিলাব জিন্দাবাদ, কিন্তু আমরা একে অপরকে সম্মান করি। মমতা জানান ভগবান রামচন্দ্রের নামে স্লোগানেও তাঁর কোনও আপত্তি নেই, তবে বিজেপি যেভাবে সেটার “ভুল ব্যবহার করে ধর্ম ও রাজনীতিকে মেশাচ্ছে”, তা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, “ভাঙচুর ও সন্ত্রাসের মাধ্যমে ঘৃণা ছড়ানোর এটা একটা পরিকল্পনামাফিক পদক্ষেপ, আমাদের সবাইকে একসঙ্গে এর বিরোধিতা করতে হবে।একজন কয়েকবার কিছু মানুষকে বোকা বানাতে পারে, কিন্তু সবসময় সবাইকে বোকা বানাতে পারে না”।

.