This Article is From Feb 04, 2020

মাঝ আকাশে প্রসব, ভোররাতে রাতে কলকাতায় নামানো হল বিমান

একটি বেসরকারি হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় মা ও সন্তানকে। সরকারি সূত্রে জানা গিয়েছে, মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ।

মাঝ আকাশে প্রসব, ভোররাতে রাতে কলকাতায় নামানো হল বিমান

সরকারি সূত্রে জানা গিয়েছে, মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ।

হাইলাইটস

  • তাইল্যান্ডের এক মহিলা প্রসব করলেন মাঝ আকাশে
  • সেই বিমানটিকে আপৎকালীন তৎপরতায় কলকাতা বিমানবন্দরে নামানো হয়
  • দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় মা ও সদ্যোজাতকে
কলকাতা:

বিমানে দোহা থেকে ব্যাঙ্কক যাওয়ার পথে তাইল্যান্ডের এক মহিলা প্রসব করলেন মাঝ আকাশে (Woman Delivers Baby Mid-Air)। সেই বিমানটিকে আপৎকালীন তৎপরতায় কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামানো হয় রাত তিনটের সময়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় মা ও সদ্যোজাতকে। দু'জনেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। কাতার ওয়েজের কেবিন ক্রুদের সহায়তায় রাত প্রায় তিনটে নাগাদ ওই মহিলা সন্তানের জন্ম দেন। এরপর কলকাতায় নামানো হয় বিমানটি।

একটি বেসরকারি হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় মা ও সদ্যোজাতকে। সরকারি সূত্রে জানা গিয়েছে, মা ও সদ্যোজাত দু'জনেই সুস্থ।

কলকাতা বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, ‘‘দোহা থেকে ব্যাঙ্ককগামী এক অনির্ধারিত উড়ান কিউআর-৮৩০ রাত ৩.০৯ মিনিটে কলকাতা বিমানবন্দরে চিকিৎসাগত কারণে আপৎকালীন অবতরণ করে। কাতারের উড়ানের পাইলট এসওএস পাঠিয়ে চিকিৎসাগত কারণে আপৎকালীন অবতরণের অনুমতি চান। বিমানটি নিরাপদে নেমেছে। বিমানবন্দরের চিকিৎসক তাঁর দলের সঙ্গে সংশ্লিষ্টকে দেখছেন।''

.