This Article is From Dec 04, 2018

তেলেঙ্গানা নির্বাচনে নির্ণায়ক হতে পারে ২ শতাংশ ভোট: প্রণয় রায়ের বিশ্লেষণ পড়ুন

দেশের মধ্যে সবচেয়ে নতুন এই  রাজ্যে আগামী সপ্তাহে ভোট হবে। তথ্য বলছে  মাত্র ২ শতাংশ ভোটের উপর নির্ভর করবে ফলাফল কোন দিকে যাবে

বিজেপির দাবি মানুষের উপর আস্থা রাখতে না পেরেই  বিধানসভা ভেঙে দিয়েছেন কেসিআর।

হাইলাইটস

  • মাত্র ২ শতাংশ ভোটের উপর নির্ভর করবে ফলাফল কোন দিকে যাবে
  • নির্বাচনে চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপির সঙ্গে জোট হয়েছে কংগ্রেসের
  • টিডিপি এবং কংগ্রেসের জোট জিতলে বিরোধী শিবির অক্সিজেন পাবে
হায়দরাবাদ:

নতুন রাজ্য গঠিত  হওয়ার পর এই প্রথম বিধানসভা  ভোট হবে  তেলেঙ্গানায়। দেশের মধ্যে সবচেয়ে নতুন এই  রাজ্যে এ  সপ্তাহেই  ভোট হবে। তথ্য বলছে  মাত্র ২ শতাংশ ভোটের উপর নির্ভর করবে ফলাফল কোন দিকে যাবে। নির্বাচনে চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপির সঙ্গে জোট হয়েছে কংগ্রেসের। বিপরীতে আছে কে চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএস।           

বিজেপি মনে করে মানুষের উপর আস্থা রাখতে না পেরে  আগেই  বিধানসভা ভেঙে দিয়েছেন কেসিআর। তাদের আরও দাবি লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বিজেপির লড়াইয়ের মাঝে  নিজের অবস্থান কী হবে তা বুঝতে না পেরেই এত আগে বিধানসভা ভাঙলেন রাও।  

এই নির্বাচনের ফল আগামী বছরের লোকসভা ভোটকে প্রভাবিত যে করবে তাতে সন্দেহের অবকাশ নেই। টিডিপি এবং কংগ্রেসের জোট জিতলে বিরোধী শিবির অক্সিজেন পাবে। এমনিতেই বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছেন চন্দ্রবাবু। বাংলার মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও বেশ কিছু বিজেপি বিরোধী দলের নেতার সঙ্গে  কথা  বলেছেন চন্দ্রবাবু। তবে তেলেঙ্গানায় নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছেন টিডিপি প্রধান। এই জোটের বড় শরিক কংগ্রেসই।  অন্যদিকে  বিজেপি এবং কংগ্রেসকে  বাদ রেখে  জোট করতে চান রাও।

২০১৪ সালের ফলের বিশ্লেষণ করে বিধানসভা নির্বাচনকে  ব্যাখ্যা করার চেষ্টা করলে বোঝা যাবে  আঞ্চলিক দলের ভাল করার সম্ভবনা বেশি।

 

0oe7apak

আসনের বিচারে ২০১৪ সালের নির্বাচনে বেশিরভাগ আসন পেয়েছে টিআরএস। কিন্তু ভোট ভাগ হয়েছে তিনটি বড়  দলের মধ্যে।.

9n2t08n8

 তেলেঙ্গানা যদি ২০১৪ সালের প্রবণতা বজায় রেখেই  ভোট দেয়  তাহলে তীব্র লড়াইয়ের ইঙ্গিতই স্পষ্ট হয়। আর তাতে ২ শতাংশ ভোট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

fvikl8ts

রাজ্যের  উত্তরাংশে  টিআরএসের ভাল ফল করার সম্ভবনা বেশি। ২০১৪ সালের ফল অনুযায়ী  এখানে টিআরএসের জয়ের সম্ভবনা  ২০ শতাংশ।

erepaiso

"‘আধা – জাতীয়তাবাদ' ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।   

15n0dei8
2rt2paqc

কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্পও নির্ণায়ক হয়ে উঠতে পারে।   

m3n9iups

পেনশন থেকে  বিদ্যুৎ, জলের কল থেকে  ঋণ মকুবের প্রভাব পড়তে পারে।     

v1o61ebg

তেলেঙ্গানায়  শহুরে ভোট নির্ণায়ক। দেশের গড় শহুরে ভোটারের সংখ্যা ৩০ শতাংশের আশপাশে। তেলেঙ্গানায় সেটাই  ৩৯ শতাংশ।

lffve88s

আটটি আসনের ফল কোন দিকে  যায় সেটাই দেখার। গত ৩০ বছরে  আন্দোল সব সময় জয়ী দলকেই ভোট দিয়েছে।

jccc5774

 ক্ষমতা কি ধরে রাখতে পারবে  টিআরএস? দেখুন জনমত সমীক্ষা কী বলছে?

be58009c

অন্য চার রাজ্যের সঙ্গে  তেলেঙ্গানা নির্বাচনের ফল প্রকাশিত হবে ১১ ডিসেম্বর।

.