This Article is From Feb 10, 2020

Happy Teddy Day 2020: টেডি তো দেবেনই, আর কী দেবেন মনের প্রিয়জনকে?

Happy Teddy Day: গোলাপ দিয়ে প্রপোজ করে, চকোলেট উপহার দিয়েও যাঁরা মন পাননি আজকের দিন তাঁদের জন্য।

Happy Teddy Day 2020: টেডি তো দেবেনই, আর কী দেবেন মনের প্রিয়জনকে?

ভালো কাটুক টেডি ডে

হাইলাইটস

  • আজ টেডি ডে
  • প্রিয়কে টেডি বিয়ার পাঠান
  • সঙ্গে থাক শুভেচ্ছা
নয়া দিল্লি:

ভ্যালেনটাইন সপ্তাহের (Valentine Week) আজ চতুর্থ দিন। গোলাপ দিয়ে প্রপোজ করে, চকোলেট উপহার দিয়েও যাঁরা মন পাননি আজকের দিন তাঁদের জন্য। আজ টেডি ডে (Happy Teddy Day)-তে সেই প্রিয়ার হাতে তুলে দিন মনভোলানো টেডি বিয়ার। এই সফট টয় সহজেই মন জয় করে নেয়। সঙ্গে সোশ্যালে পাঠান মেসেজ, ছবি। দেখুন তো, কেমন করে প্রিয়া মুখ ফিরিয়ে থাকেন!  

এই দিন আবার ফিরে আসবে
দূরে থাকলেও প্রেম থাকবে
না-ই বা দেখা হল
টেডি পৌঁছে তোমার কাছে
Happy Teddy Day

ol2gi978

যদি আমার জীবনেও
এমন সুন্দর মুহূর্ত আসে
আমিও টেডি পাব
কেউ আমাকেও ভালোবাসবে
Happy Teddy Day

rhhat7mg

টেডি ছাড়া জীবন বৃথা
যেমন হাসি ছাড়া সুন্দর দেখায় না তোমার মুখ
Happy Teddy Day

1shiv1r8

শ্বেতপাথর কুঁদে ঈশ্বর তোমায় গড়েছেন 
বাকি পাথর দিয়ে তোমার মন
সেখানে আমার পাঠানো টেডি কি জায়গা পাবে! 
Happy Teddy Day

070q7uv8

ইদানিং সব টেডি দেখলেই মন ভরে যায়
কী দিয়ে গড়া ওরা!
ওদের মুখে যে তোমার ছায়া ভেসে ওঠে!
Happy Teddy Day

l9kqigs8

তোমার অপেক্ষায় উদাসী মন 
তোমাকে এক পলক দেখার অপেক্ষায়
টেডি দিয়ে তুমি সেই আশা পূর্ণ কর
এই আশায় বসে তোমার অপেক্ষায়
Happy Teddy Day

5updusqg

চোখের জলে ভেজার ইচ্ছে ছিল তার
তাই আকাশ ভাঙা বৃষ্টি
মনে করেছিলাম টেডি দিয়ে মন কাড়ব
আজ সেই দিন এসেই গেল
Happy Teddy Day

tj8lrep

এক যুগ ধরে শুধু তুমিই আমার মনে
আজও আসব তোমার কাছে টেডি ডে-র বাহানায়
সবাইকে ভুলেছি তোমার জন্য

শুধু তোমায় কাছে পাব বলে
Happy Teddy Day

s1ksnb58

Click for more trending news


.