This Article is From Jul 09, 2018

নির্ভয়া ধর্ষণ মামলায় অভিযুক্তরা ফাঁসি এড়াতে পারবে? সুপ্রিম কোর্টের রায় আজ: 10টি তথ্য

প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর বানুমাথি ও অশোকভূষণের বেঞ্চ আজ ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মুকেশ (29), পবন গুপ্ত (22), বিনয় শর্মা (23)'র শাস্তির ব্যাপারে রায় দেবে।

নির্ভয়া ধর্ষণ মামলায় অভিযুক্তরা ফাঁসি এড়াতে পারবে? সুপ্রিম কোর্টের রায় আজ: 10টি তথ্য

গত বছরের মে মাসের 5 তারিখ দিল্লি হাইকোর্টের দেওয়া শাস্তি বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট

নিউ দিল্লি: 2012 সালের ডিসেম্বরে দিল্লির সেই 23 বছর বয়সী মেয়েটির ধর্ষণের ঘটনা এখনও ভোলেনি গোটা দেশ। দেশের নাগরিকের হাসি, কান্না, জিতে যাওয়া, হেরে যাওয়ার মধ্যেও কখনও না কখনও লুকিয়ে থাকে সেই অনুভূতি। সুপ্রিম কোর্টের রায় বেরোবে আজ। ওই ঘটনার চারজন মূল অভিযুক্তদের মধ্যে যে তিনজন ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলে, রায় বেরোবে আজ তাদের নিয়েই।

10টি গুরুত্বপূর্ণ তথ্য

  1. প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর বানুমাথি ও অশোকভূষণের বেঞ্চ আজ ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মুকেশ (29), পবন গুপ্ত (22), বিনয় শর্মা (23)'র শাস্তির ব্যাপারে রায় দেবে।

  2. ফাঁসির আদেশপ্রাপ্ত চতুর্থজন অক্ষয় কুমার সিংহ নিজের ফাঁসির সাজা কমানোর জন্য আর কোনও আবেদন করেনি বলে জানিয়েছেন তার আইনজীবী এ পি সিংহ।

  3. "সাজা কমানোর জন্য কোনও আবেদন করেনি অক্ষয়। তবে ও আবেদন না করলেও আমরা করব"। বলেন অক্ষয়ের আইনজীবী এ পি সিংহ।

  4. গত বছরের মে মাসের 5 তারিখ দিল্লি হাইকোর্টের দেওয়া শাস্তি বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট।

  5. শাস্তি কমানোর জন্য তারপর আবেদন করে দোষীরা। গত বছরের নভেম্বরে তাদের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত।

  6. দু'পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখার কথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট, এই বছরের মে মাসে।

  7. 2012 সালের 23 ডিসেম্বরের এই ধর্ষণের ঘটনা গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছিল।

  8. অভিযুক্তদের একজন, ওই বাসের চালক রাম সিংহ, জেলের মধ্যেই আত্মহত্যা করে। অন্য আরেকজন অভিযুক্ত, যার বয়স ওই ঘটনার সময় 18'র কম ছিল, তাকে জুভেনাইল হোমে রাখা হয়েছিল। তিন বছর সেখানে থাকার পর ছেড়েও দেওয়া হয় তাকে।

  9. ধর্ষণের পর হাসপাতালে ষোলো দিন ধরে লড়াই করেছিলেন দিল্লির ওই মহিলা- নির্ভয়া।

  10. এই ঘটনাটিকে সুপ্রিম কোর্টের রায়ে 'নৃশংস, পাশবিক ও নারকীয়' বলে অভিহিত করা হয়।.