This Article is From Mar 07, 2019

থার্ড রেলে স্ফুলিঙ্গ, কাজের দিনে ব্যাহত মেট্রো চলাচল

এদিন সকালে দমদম মেট্রো স্টেশনের কাছে স্ফুলিঙ্গ দেখা যায় থার্ড রেলে।ফলে প্রায় ১ ঘন্টা মেট্রো চলাচল ব্যাহত হয়।

থার্ড রেলে স্ফুলিঙ্গ, কাজের দিনে ব্যাহত মেট্রো চলাচল
কলকাতা:

কাজের দিনে ফের ব্যাহত মেট্রো চলাচল। আজ সকালে প্রায় ১ ঘন্টা ব্যাহত হয় কলকাতা মেট্রো পরিষেবা।এক আধিকারিক জনিয়েছেন, এদিন সকালে দমদম মেট্রো স্টেশনের কাছে স্ফুলিঙ্গ দেখা যায় থার্ড রেলে।ফলে প্রায় ১ ঘন্টা মেট্রো চলাচল ব্যাহত হয়।

মেট্রো রেলের মুখপাত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,  আজ সকাল ৮.২৫ এ নোয়াপাড়া থেকে দমদম ঢোকার মুখে থার্ড রেলে স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যায়।তিনি বলেন, “সঙ্গে  সঙ্গেই থার্ড রেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়।এরপর মেট্রো রেলের আধিকারিকরা তাঁদের দমদম মেট্রো স্টেশনে নিয়ে আসেন”।

কাজের দিনের ব্যস্ত সময়ে দমমদম মেট্রো স্টেশনের বাইরে অপেক্ষা করতে দেখা যায় কয়েকশো যাত্রীকে। গন্তব্যে পৌঁছাতে অন্য পথে হাঁটেন তাঁরা।

ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, “ওই সময়ে গিরীশ পার্ক ও কবি সুভাষের মধ্যে পরিষেবা চালু রাখা হয়”। মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা প্রয়োজনীয় পদক্ষেপ করার পর ৯.৪৯ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.