This Article is From Nov 05, 2018

কুয়াশা আর দূষণের মিলিত আক্রমণে কাবু দিল্লি, পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা

ঘুম ভেঙেই এক ঘোলাটে দিন দেখেছে রাজধানী দিল্লি। কুয়াশা এবং বায়ু দূষণের জন্যই ঘোলাটে  হয়ে এসেছে  দিল্লির আকাশ।

 দূষণ এবং  কুয়াশার মিলিত আক্রমণে প্রতি বছর ভারতে  লাখ দশেক মানুষের মৃত্যু  হয়।

হাইলাইটস

  • ঘুম ভেঙেই এক ঘোলাটে দিন দেখেছে রাজধানী দিল্লি
  • কুয়াশা এবং বায়ু দূষণের জন্যই ঘোলাটে হয়ে এসেছে দিল্লির আকাশ
  • দীপাবলির মুখে এমন ঘটনায় আশঙ্কিত বাসিন্দারা
নিউ দিল্লি:

ঘুম ভেঙেই এক ঘোলাটে দিন দেখেছে রাজধানী দিল্লি। কুয়াশা এবং বায়ু দূষণের জন্যই ঘোলাটে  হয়ে এসেছে  দিল্লির আকাশ। দীপাবলির মুখে এমন ঘটনায় আশঙ্কিত বাসিন্দারা। প্রশাসনের তরফে  বলা  হয়েছে আগামী দু'দিনের মধ্যে  পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা  থাকছে। এমনিতে আজ  দিল্লির ওখলার মতো জায়গায় দূষণের মাত্র ছিল অনেক বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থার বেঁধে  দেওয়া পরিমাপের চেয়ে দূষণের পরিমাণ প্রায় 20  গুন বেশি ছিল। এর প্রভাব পড়েছে যান চলাচলের উপর। দৃশ্যমানতা কমে আসায় গাড়ি চলাচলে সমস্যা হয়। ভোরের দিকে সমস্যা ছিল বেশি। গতকাল সকালে পরিস্থিতি কিছুটা ভাল  ছিল। কিন্তু আজ দেখা  গেল অন্য ছবি।

67hv1k8

সকালে ইন্ডিয়া গেটের দিকে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি,             

                                                              

 দূষণ এবং  কুয়াশার মিলিত আক্রমণে প্রতি বছর ভারতে  লাখ  দশেক মানুষের মৃত্যু  হয়ে থাকে। দেশের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়  দিল্লিতে।  ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ  ট্রপিক্যাল মেটেরলজি জানিয়েছে  রবিবার  উত্তরপূর্ব ভারতে  দূষণের পরিমাণ  ছিল কম। পরিস্থিতি  প্রতিকূল হওয়ায়  এ মাসের 10  তারিখ  পর্যন্ত দূষণ ছড়ায় এমন গাড়ি গুলি নিয়ন্ত্রণ করতে  নির্দেশ  দিয়েছে ডিপিসিসি। নির্মাণ কাজও বন্ধ রাখতে  বলা  হয়েছে।

পরিবেশ-পরিস্থিতি  খারাপ হওয়ায় চিন্তায় দিল্লির বাসিন্দারা। তবে সকলেই আশা  করছেন  দীপাবলির আগে  পরিস্থিতি  স্বাভাবিক হয়ে  উঠবে।        

 

.