This Article is From Jun 17, 2020

করোনা সংক্রমিত শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য

এদিকে প্রশাসক বোর্ডের প্রধান সংক্রমিত। তাই সতর্কতা অবলম্বনে পুর ভবন তিনদিনের জন্য বন্ধ করা হল

করোনা সংক্রমিত শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য

আগামী এক-দু'দিনের মধ্যে তাঁকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হবে। (ফাইল ছবি)।

শিলিগুড়ি:

করোনা সংক্রমিত ( Covid-19) শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। বুধবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত পুরসভার (Siliguri Municipality) প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য (Mayor Ashok Bhattacharya)। পরিবারের তরফে জানা গিয়েছে, একসপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে তিনি নমুনা পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু সেবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তখন থেকে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই ছিলেন অশোক ভট্টাচার্য। কিন্তু মঙ্গলবার রাতে বুকে সংক্রমণ নিয়ে তাঁকে মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পরেই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সেই রিপোর্ট পজিটিভ এসেছে। হাসপাতাল সূত্রে খবর, তিনি অন্তত স্থিতিশীল। আগামী এক-দু'দিনের মধ্যে তাঁকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হবে। জানা গিয়েছে, সত্তরোর্ধ্ব এই রাজনীতিবিদ উত্তরবঙ্গের সংক্রমিত এলাকা পরিদর্শনে যেতেন। ত্রাণকার্য, পুর পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি বাম সমর্থকদের পাশে থাকার চেষ্টা করতেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন তিনি। এমনটাই অনুমান বাম কর্মী-সমর্থকদের।

এদিকে প্রশাসক বোর্ডের প্রধান সংক্রমিত। তাই সতর্কতা অবলম্বনে পুর ভবন তিনদিনের জন্য বন্ধ করা হল। গোটা ভবন স্যানিটাইজেশনের পর ফের খোলা হবে। এমনটাই জানিয়েছেন এক পুরকর্তা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.