This Article is From Nov 21, 2019

সপ্তাহান্তেই মহারাষ্ট্রে সরকার গঠন? ইঙ্গিত শিবসেনা, এনসিপি, কংগ্রেসের

Maharashtra: সূত্রের খবর, "সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার বা সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে"

শনিবার মহারাষ্ট্রের রাজ্যপালকে তিনদলের জয়ী বিধায়কদের স্বাক্ষরিত চিঠি জমা দেওয়া হবে, বলেন Sanjay Raut

মুম্বই:

শনিবারই মহারাষ্ট্রে (Maharashtra) সরকার গঠনের জন্যে দাবি জানাবে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। দিল্লিতে অনেকগুলি বৈঠকের পর একমত হয়েছে ওই তিন দল। শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত বলেন, ওই দিনই মহারাষ্ট্রের রাজ্যপালকে তিনদলের জয়ী বিধায়কদের স্বাক্ষরিত চিঠি জমা দেবে তাঁরা। জোট চূড়ান্ত করতে মুম্বইয়ে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেখানে মূলত সরকারে ক্ষমতা বণ্টন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। মনে করা হচ্ছে ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারও। সূত্রের খবর, "সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার বা সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে"। 

শুক্রবারই মহারাষ্ট্রে সরকার গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত? তেমনই ইঙ্গিত কংগ্রেসের

জানা গেছে কংগ্রেসের হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী নেতারা বৃহস্পতিবার সকালেই দলনেত্রী সনিয়া গান্ধির বাসভবনে গিয়ে বৈঠক করেছেন। সূত্র বলছে যে সনিয়া গান্ধি শিবসেনার সঙ্গে এই জোটের বিষয়ে নিমরাজি থাকলেও কংগ্রেসের কার্যকরী কমিটির পক্ষ থেকে তাঁকে (Sonia Gandhi) মহারাষ্ট্রে ওই জোট গঠনের ক্ষেত্রে "অগ্রসর হওয়ার" পরামর্শই দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে যে "সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার জন্য বৃহত্তর শত্রু হ'ল বিজেপি"।

 “দ্রুত মহারাষ্ট্রে স্থায়ী সরকার”, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর জানাল কংগ্রেস

কংগ্রেসের কার্যকরী কমিটির (সিডব্লিউসি) বৈঠকের পর কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন, "আমি মনে করি আগামিকাল মুম্বইয়ে আমাদের একটি বৈঠক হবে এবং সেখানেই সম্ভবত এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

শিবসেনা-এনসিপির সঙ্গেই জোট বাঁধতে চলেছে কংগ্রেস, বুধবারই এমন ইঙ্গিত দিয়েছিল কংগ্রেস।

.