This Article is From Sep 20, 2018

স্বঘোষিত ধর্মগুরুর মহিমায় এবার তামিল, সংস্কৃতে কথা বলবে গরু?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে নিত্যানন্দ নতুন রূপে ভক্তদের সামনে উপস্থিত হয়ে নানা রকমের প্রতিজ্ঞা করছে এবং তা শুনে ভক্তরা আপ্লুত হয়ে পড়ছে।

স্বঘোষিত ধর্মগুরুর মহিমায় এবার তামিল, সংস্কৃতে কথা বলবে গরু?

নিত্যানন্দ জানান সফটওয়্যারের মাধ্যমে তিনি এই অসাধ্য সাধন করেছেন।

নিউ দিল্লী:

বিতর্কিত স্বঘোষিত গডম‍্যান নিত্যানন্দ যিনি একবার নিজের প্রাক্তন ভক্তকে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন এবার বললেন তিনি নাকি হনুমান, গরু এবং সিংহকে সংস্কৃত ও তামিল ভাষায় কথা বলাতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে নিত্যানন্দ নতুন রূপে ভক্তদের সামনে উপস্থিত হয়ে নানা রকমের প্রতিজ্ঞা করছে এবং তা শুনে ভক্তরা আপ্লুত হয়ে পড়ছে।

"আমি দেখাবো... হনুমান এবং অন্যান্য আরো বিভিন্ন পশু যাদের দেহের বিভিন্ন অঙ্গের অনুপস্থিতি জন্য তারা কথা বলতে পারে না তাদের দেহে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরি হবে এবং বৈজ্ঞানিক ও ডাক্তারি পরীক্ষা ও গবেষণার মাধ্যমে আমি তা প্রমাণ করে দেবো", গাল ভর্তি দাড়ি ও গেরুয়া বসনে হাতে একটা রুপোলি বস্তু নিয়ে স্বামী নিত্যানন্দ বলেন।

তিনি দাবি করেন তাঁর এই যুগান্তকারী আবিষ্কার- একটা সফটওয়্যারের এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

"গতকাল আমি সফটওয়্যার পরীক্ষা করেছি। গতকাল আমি সাধারণ ভাবেই পরীক্ষা করেছি। আর সফটওয়্যারটা একদম ঠিক ভাবেই চলছে। বুঝলাম এটাকে সকলের সামনে আনা উচিত। আমি এক বছরের মধ্যেই এটা প্রতিষ্ঠা করব।"

প্রচণ্ড উত্তেজনা, হাততালি ও সাবার প্রশংসায় ভরে ওঠে সভাগৃহ।

"আমি হনুমান, সিংহ, বাঘ, বলদ ও গরুর জন্য একটা ভোকাল কর্ড তৈরি করব যার মাধ্যমে তারা সকলের সঙ্গে সংস্কৃত ও তামিল ভাষায় কথা বলবে", ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে।

তামিলনাড়ুর মাদুরাই অধিনাম মঠের গুরু হিসাবে নিজেকে দাবি করেন নিত্যানন্দ। সম্প্রতি আদালত তাকে নির্দেশ দেয় তিনি মঠে বা ধর্মীয় স্থানে কোন ধর্ম গুরু হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবেই শুধু মাত্র প্রবেশ করতে পারবেন।

2012 সাল থেকে নিত্যানন্দ ওই মঠের প্রধান ধর্মগুরু হিসেবে নিয়োজিত হয়েছিলেন।

2010 সালে হিমাচল প্রদেশ নিত্যানন্দকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও এক অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ট দৃশ্যের ভিডিও খুঁজে পাওয়া গেছে।

.