This Article is From Aug 25, 2018

রাখীবন্ধনঃ ভাইবোনের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিতে পারেন বার্তা

ভাইবোন থাকা মানে জীবনের সেরা বন্ধু পাওয়া। আপনাদের ভালোবাসা আর বন্ধুত্ব উদযাপনের জন্য এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিয়েই শুভেচ্ছা জানান সেই মানুষটিকে।

রাখীবন্ধনঃ ভাইবোনের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিতে পারেন বার্তা

শুভ রাখীবন্ধন- ভাই বোনের সঙ্গে শেয়ার করুন এই বার্তাগুলি

নিউ দিল্লি:

আগামীকাল রাখী বন্ধন উৎসব। ভাই ও বোনের সম্পর্কে এঁকে অন্যকে রক্ষা করার জন্যই তাঁদের হাতে রাখী বেঁধে পালন করা হয় এই উৎসব। কিন্তু অনেক সময়ই কাজে কারণে বা দূরে থাকার কারণে মুখোমুখি দেখা হয় না ভাই বোনের। তাবলে কি উৎসব থেমে থাকে? আমরা রাখী স্পেশ্যাল বিভিন্ন ইমেজ এবং GIF এর একটি তালিকা সংকলন করেছি যা আপনি আপনার ভাইবোনদের সঙ্গে শেয়ার করতে পারেন।

এখানে কিছু রাখীবন্ধনের ছবি রয়েছে যা আপনি আপনার ভাই ও বোনদের সাথে হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে পারেন।

4p6k02po

রাখীতে আপনার ভাইবোনদের সঙ্গে এই ছবি শেয়ার করুন

v0l163bo

আপনার ভাইয়ের জন্য বিশেষ বার্তা

 

রাখীর উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমাদের সম্পর্কের বন্ধন সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠেছে। আমার ভাইয়ের জন্য শুভেচ্ছা!

p5mhv6kc

 

po1b3i7k

আপনার ভাইবোনদের এই রাখী বন্ধন বার্তা পাঠাতে পারেন

koqti228

শুভ রাখী আপনার বোন ও ভাইয়ের সঙ্গে এই দিন উদযাপন করুন

e6vboptc

শুভ রাখী বন্ধন: রাখীর এই বার্তা শেয়ার করুন

 

যদিও আমরা এই রাখী বন্ধনে একসঙ্গে নেই, তবুও আমরা আসলে একসঙ্গেই আছি, অবিচ্ছিন্ন।

 

এখানে রইল রাখীবন্ধন স্পেশ্যাল জিআইএফ:

via GIPHY

via GIPHY

 

এখানে রইল রাখী বন্ধনের কিছু শুভেচ্ছাবার্তা যা আপনি ভাইবোনের সম্পর্কের উত্সবে ছবি এবং জিআইএফ সমেত শেয়ার করতে পারেন:

 

তুমি আমাকে বড় হতে দেখেছো, এবং বড় হতেও সাহায্য করেছো। শুভ রাখীবন্ধন!

 

আজ বিশেষ দিনে তোমার কথাই মনে পড়ছে, অনেক অনেক ভালোবাসা রইল সঙ্গে শুভেচ্ছা!

 

আমি আশা করি আককের দিন হাসিখুশি কাটুক, উজ্জ্বল হোক। আমার বোনকে রাখীর অনেক শুভেচ্ছা।

 

এই পবিত্র রাখী সবসময় আমাদের সম্পর্ক অবিচ্ছিন্ন রাখুক। শুভ রাখীবন্ধন।

 

ভাইবোন থাকা মানে জীবনের সেরা বন্ধু পাওয়া। আপনাদের ভালোবাসা আর বন্ধুত্ব উদযাপনের জন্য এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিয়েই শুভেচ্ছা জানান সেই মানুষটিকে।

 

Click for more trending news


.