This Article is From Jun 01, 2020

রাজ্যসভার ১৮টি আসনে ভোটগ্রহণ ১৯ জুন, জানাল নির্বাচন কমিশন

করোনা ভাইরাস লকডাউনের কারণে মার্চে নির্ধারিত থাকা রাজ্যসভার ভোটগ্রহণ পিছিয়ে যায়

রাজ্যসভার ১৮টি আসনে ভোটগ্রহণ ১৯ জুন, জানাল নির্বাচন কমিশন

রাজ্যসভার ১৮টি আসনে ভোটগ্রহণ ১৯ জুন, জানাল নির্বাচন কমিশন

নয়াদিল্লি:

রাজ্যসভার ১৮টি আসনে ভোটগ্রহণ হবে ১৯ জুন, জানাল নির্বাচন কমিশন (Election Commission )। করোনা ভাইরাস লকডাউনের (Coronavirus Lockdown) কারণে মার্চে নির্ধারিত থাকা রাজ্যসভার ভোটগ্রহণ পিছিয়ে যায়। লকডাউনের কড়াকড়ি কিছুটা শিথিল করায় রাজ্যসভায় ভোটগ্রহণের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটগ্রহণের সময় যাতে করোনা ভাইরাসের কারণে যে সমস্ত সুরক্ষা বিধি লাগু করা হয়েছে, সেগুলি যাতে কার্যকর করা হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। ফেব্রুয়ারিতে, ১৭টি রাজ্যে ৫৫টি শূন্য আসনে ভোটগ্রহণের ঘোষণা করে নির্বাচন কমিশন। মার্চে রিটার্নিং অফিসার জানান, ১০টি রাজ্যের ৩৭ আসসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী।

সোমবার নির্বাচন কমিশন জানায়, সমস্ত দিক বিবেচনা করে ১৮টি আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালিকায় রয়েছে গুজরাট ও অন্ধ্রপ্রদেশের চারটি করে আসন, রাজস্থান ও মধ্যপ্রদেশের চারটি করে আসন, ঝাড়খণ্ডের চারটি আসন, মেঘায়লয় ও মণিপুরের একটি করে আসন রয়েছে।

.