This Article is From Jan 19, 2019

খামোশ! রাম মন্দির নির্মাণ নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে মন্তব্য বলিউডের বিশ্বনাথের

রাম মন্দির সম্পর্কিত প্রশ্নের জবাব এড়ালেন বিজেপির বিদ্রোহী নেতা শত্রুঘ্ন সিনহা।

খামোশ! রাম মন্দির নির্মাণ নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে মন্তব্য বলিউডের বিশ্বনাথের

তাঁর মনে হয় আগামী নির্বাচন সব দিক থেকে চিত্তাকর্ষক হতে চলেছে।

কলকাতা:

রাম মন্দির সম্পর্কিত প্রশ্নের জবাব এড়ালেন বিজেপির বিদ্রোহী নেতা শত্রুঘ্ন সিনহা। কলকাতায় বিজেপি বিরোধী সমাবেশে যোগ  দিতে আসা শত্রুঘ্নকে  রাম মন্দির নির্মাণ নিয়ে প্রশ্ন করা হলে  শুক্রবার তিনি বলেন, খামোশ। বড পর্দায় তাঁর এই সংলাপের জনপ্রিয়তা খুবই বেশি।  

সমাবেশের আগে টুইট করে নেতা এবং দলীয় কর্মীদের স্বাগত জানালেন মমতা

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে  প্রশ্নের জবাব দিতে গিয়েও বেশ সাবধানী শুনিয়েছে বলিউডের বিশ্বনাথকে। তিনি বলেন,  মমতা সব দিক থেকেই জাতীয় নেত্রী। তিনি পরীক্ষিত এবং অভিজ্ঞ নেত্রী। তবে দেওয়াল লিখন কী আছে  তা পড়তে সময় লাগবে। এখন কথা আর কাজে বিস্তর ফারাক।

বিধায়কদের কেনার টাকা কোথা থেকে পাচ্ছেন, প্রধানমন্ত্রীকে প্রশ্ন কর্নাটকের মুখ্যমন্ত্রীর

এই ফাঁক পূরণ করতে  হবে। প্রধানমন্ত্রী কে  হবেন তা মানুষ ঠিক করবে। তাঁর মনে হয় আগামী নির্বাচন সব দিক থেকে চিত্তাকর্ষক হতে চলেছে। তাঁর কথায় এবারের ভোট হচ্ছে  কাজ করতে পারা আর কাজ না করতে পারা মানুষের মধ্যে। একই সঙ্গে  ঔদ্ধত্য আর মানুষের শক্তিরও লড়াই হবে এবার।

 

দেখুন ভিডিও :

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.