This Article is From Mar 05, 2019

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

Pulwama encounter: পুলওয়ামার ত্রালে দুই জঙ্গির আত্মগোপন করে থাকার খবর দিয়েছিল পুলিশ।

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

Pulwama encounter: পুলওয়ামার ত্রালে গুলির লড়াই হয়।

শ্রীনগর:

আজ সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায়(Pulwama encounter) নিরাপত্তা কর্মীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি।

পুলওয়ামার ত্রালে জঙ্গিদের আত্মগোপন করে থাকা খবর দিয়েছিল পুলিশ। বাড়িটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শহরে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।

ব্যবস্থা নেওয়ার দাবি-ই সার, অনলাইনে ভারত বিদ্বেষ ছড়িয়েই চলেছে জইশ-ই-মহম্মদ

১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের এই পুলওয়ামাতেই(Pulwama encounter) জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)। এরপর পাকিস্তানের বালাকোটে(Balakot)বিমান হানায় জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত।

২০ ফেব্রুয়ারি পুলওয়ামায়(Pulwama encounter) গুলির লড়াইয়ে পুলিশকর্মী, এক আধিকারিক সহ ৪ জন জওয়ান শহিদ হন। ১২ ঘন্টার গুলির লড়াইয়ে খতম করা হয় জঙ্গিদের, জইশ-ই-মহম্মদ হামলার মূল চক্রী বলে মনে করা হয়।

.