This Article is From Jan 23, 2020

পড়ুয়াদের হাতের লেখায় এবার মনোযোগী সরকারি স্কুল

হাতের লেখার মান খারাপ থেকে যাচ্ছে পড়ুয়াদের। তাই পঠনপাঠনের সঙ্গে এদিকেও এবার বিশেষ নজর দিতে চলেছে রাজ্য সরকার।

পড়ুয়াদের হাতের লেখায় এবার মনোযোগী সরকারি স্কুল

লেখা হোক মুক্তোর মতো

হাইলাইটস

  • হাতের লেখায় মনোযোগ দেবে সরকারি স্কুল
  • হাতের লেখা ভালো করতে প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষকদের
  • পাঠ্যসূচীতে থাকবে নতুন কর্মসূচী
কলকাতা:

অনেক সময়েই পড়ার চাপে হাতের লেখার যত্ন নিতে পারেন না অভিভাবকেরা। সবার হাতের লেখার দিকে নজর দেওয়া সম্ভব হয় না শিক্ষকদেরও। ফলে, হাতের লেখার মান খারাপ হয়ে যাচ্ছে পড়ুয়াদের। তাই পঠনপাঠনের সঙ্গে এদিকেও এবার বিশেষ নজর দিতে চলেছে রাজ্য সরকার। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হাতের লেখার একটি পৃথক অধ্যায়ও প্রাথমিক বিভাগের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হবে।

সাইবারে প্রতারণা, মহিলার নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেল

প্রসঙ্গত, বর্তমানে প্রথম শ্রেণির জন্য তিনটি, তৃতীয় শ্রেণির জন্য সাতটি, এবং চতুর্থ আর পঞ্চম শ্রেণির জন্য আটটি বই দেওয়া হয়। অভীকবাবুর কথা অনুযায়ী, এই বিশেষ প্রশিক্ষণে নানা ভাবে হাতের লেখা প্র্যাকটিশের পাশাপাশি ছাত্রদের পাম এক্সারসাইজও করানো হবে। তিনি আরও বলেন, খারাপ হাতের লেখা অনেক সময়েই পড়ুয়ার নম্বর তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সেই সমস্যা মেটাতেই এই পদক্ষেপ।

.