This Article is From Nov 02, 2019

‘‘ভারত ও থাইল্যান্ডের সম্পর্ক কেবল সরকারের সঙ্গে সরকারের নয়’’, থাইল্যান্ডে প্রধানমন্ত্রী: হাইলাইটস

ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক ইভেন্টে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে ভারতের দৃঢ় বন্ধন রয়েছে।

‘‘ভারত ও থাইল্যান্ডের সম্পর্ক কেবল সরকারের সঙ্গে সরকারের নয়’’, থাইল্যান্ডে প্রধানমন্ত্রী: হাইলাইটস

প্রধানমন্ত্রী কথা বলার সময় উচ্ছ্বসিত জনতাকে শোনা যায় ‘‘মোদি, মোদি’’ চিৎকার করতে।

নয়াদিল্লি/ব্যাঙ্কক:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) থাইল্যান্ড সফরে (PM In Thailand) গিয়ে প্রথম দিন উদযাপন করলেন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বাড়তে থাকা প্রভাবকে। তিনি দাবি করলেন, ভারতের মূল্যবোধ বিশ্বের গঠনে ব্যাপক অবদা‌ন রাখবে আগামী দিনে। ব্যাঙ্ককে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক ইভেন্টে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে ভারতের দৃঢ় বন্ধন রয়েছে। তিন‌ি বলেন, ‘‘বন্ধুরা, আপনারা কি ভেবে দেখেছেন ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক কতটা গভীর হয়েছে? এর কারণ কী? এর উত্তর খুব সহজ। আমাদের সম্পর্কটা কেবল সরকারের সঙ্গে সরকারের নয়। এটা ইতিহাসের মাধ্যমে হয়েছে। প্রতিটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।''

প্রধানমন্ত্রী কথা বলার সময় উচ্ছ্বসিত জনতাকে শোনা যায় ‘‘মোদি, মোদি'' চিৎকার করতে।

গত ২৩ সেপ্টেম্বর ‘হাউডি মোদি' ইভেন্টের পর এই ইভেন্টে আবারও ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। ‘হাউডি মোদি' অনুষ্ঠানে ৫০,০০০ মানুষ এসেছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে।

রইল 'সাওয়াসদি পিএম মোদী' ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের হাইলাইটস:

  • আমি ASEAN সম্মেলনে যোগ দিতে এসেছি। এটাই আমার প্রথম সরকারি ভাবে থাইল্যান্ড সফর।
  • এখানকার ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দিতে গিয়ে মনে হচ্ছে না বিদেশে আছি। পরিবেশ-পরিচ্ছদ দেখে মনে হচ্ছে দেশেই রয়েছি।
  • আমরা খুবই ঘনিষ্ঠ। কেবল ভাষার কারণেই নয়, আবেগের কারণেও। আপনারা আমাকে বলছেন ‘‘সাওয়াসদি মোদী''। এর মধ্যে সংস্কৃতের সংস্পর্শ রয়েছে। সংস্কৃত শব্দ ‘স্বস্তি'র সঙ্গে যোগ রয়েছে, যার অর্থ কল্যাণ।
  • আমাদের সম্পর্ক কেবল সরকারের সঙ্গে সরকারের নয়। বাস্তবটা রয়েছে ইতিহাসের মধ্যে, প্রতিটি ঐতিহাসিক ঘটনায় আমাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
  • ভারতের মূল্যবোধ আপনাদের মধ্যে জীবন্ত। আমি গর্ববোধ করি যখন মানুষ ভারতের প্রশংসা করে।
  • ভারত কিছু বললে বিশ্ব শোনে। এটা আপনারা থাইল্যান্ডেও দেখতে পাবেন।
  • ১৩০ কোটিরও বেশি ভারতীয় এখন নতুন ভারতের উন্নয়নের জন্য অনুপ্রাণিত।
  • এবারের লোকসভা নির্বাচনে আমরা ইতিহাস গড়েছি এত সংখ্যক ভোটারের মাধ্যমে— ৬০ কোটি ভোটার তাঁদের ভোট দিয়েছেন। সারা বিশ্বের গণতন্ত্রে এই ঘটনা সর্ববৃহৎ। এর জন্য প্রতিটি ভারতীয় গর্বিত।
  • স্বাধীনতার পর থেকে এত বেশি সংখ্যক মহিলা সাংসদও পেয়েছি আমরা।
  • গণতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতা এত বেশি যে, একজন ব্যক্তির জন্যও পোলিং বুথ তৈরি করা হয়েছে গুজরাতের গির সোমনাথে।
  • ভারত, মায়ানমার ও থাইল্যান্ডের মধ্যে ত্রিপাক্ষিক হাইওয়ে তৈরি হলে বিরামহীন সংযোগ তৈরি হবে।
  • আমরা ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হওয়ার লক্ষ্যে এগোচ্ছি। আপনাদের যোগদান খুবই গুরুত্বপূর্ণ।
.