This Article is From Oct 15, 2018

নভেম্বরে মোদী-জিনপিং মুখোমুখি আর্জেন্টিনায়, জানাল চিনা দূতাবাস

আগামী নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনাতে দেখা করবেন চিনের রাষ্ট্রপতি জি জিনপিং-এর সঙ্গে।

নভেম্বরে মোদী-জিনপিং মুখোমুখি আর্জেন্টিনায়, জানাল চিনা দূতাবাস

আগামী নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনাতে দেখা করবেন চিনের রাষ্ট্রপতি জি জিনপিং-এর সঙ্গে। আজ এই কথা জানাল চিনের দূতাবাস।

দুই দেশের এই দুই শীর্ষনেতা জি-20 সম্মেলনকে প্রেক্ষাপটে রেখেই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন। আফগানিস্তানের কূটনীতিবিদদের জন্য প্রথম যুগ্ম  চিন-ভারত ট্রেনিং অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে এই কথা জানান চিনের দূত লুয়ো ঝাহুই।

গত জুলাই মাসে জোহানেসবার্গে ভারত এবং চিনের সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয় মোদী ও জিনপিং-এর মধ্যে। এই নিয়ে গত চারমাসের মধ্যে চিনের রাষ্ট্রপতির সঙ্গে তিনবার দেখা করতে চলেছেন নরেন্দ্র মোদী। গত এপ্রিল মাসে চিনের উয়োহানে এই একটি বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ হয় মোদী ও জিনপিং-এর। তারপর জুন মাসের সাংহাই সম্মেলনে চিনের কিংডাওতে দেখা করেন দুজন।

চিনের রাষ্ট্রীয় দূত লুও চিনের স্টেট কাউন্সিলর এবং বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই আগামী ডিসেম্বরে ভারত সফরে আসবেন।

.