This Article is From May 27, 2018

মায়াবতীর আলিঙ্গনের পর এবার বিরোধীদের 'ঝাপ্পি' নেওয়ার পরীক্ষা

সোনিয়া গান্ধী এবং মায়াবতীর মধ্যে আলিঙ্গন বিনিময়ের পর একটা সপ্তাহও কাটেনি ভালো করে, এই সদ্য জন্ম নেওয়া জোটের বড়ো পরীক্ষা হবে উত্তরপ্রদেশে।

মায়াবতীর আলিঙ্গনের পর এবার বিরোধীদের 'ঝাপ্পি' নেওয়ার পরীক্ষা

বিরোধী ঐক্যের বড়ো পরীক্ষা উত্তরপ্রদেশের কৈরানা ও নুরপুরে।

কৈরানা, উত্তরপ্রদেশ: সোনিয়া গান্ধী এবং মায়াবতীর মধ্যে আলিঙ্গন বিনিময়ের পর একটা সপ্তাহও কাটেনি ভালো করে, এই সদ্য জন্ম নেওয়া জোটের বড়ো পরীক্ষা হবে উত্তরপ্রদেশে।
কর্ণাটকের ওই আলিঙ্গন, যেখানে বিরোধী দলের অন্তত 23 জন শীর্ষ নেতা নরেন্দ্র মোদির পুননির্বাচনকে আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তা সামনেই একটি পরীক্ষার মুখে পড়তে চলেছে। পশ্চিম উত্তরপ্রদেশের কৈরানাতে। সোমবার সেই কেন্দ্রে ভোট। যার ফল প্রকাশিত হবে তিন দিন বাদে।
গত বৃহস্পতিবার, দুই বিরোধী প্রার্থীর মধ্যে একজন উপনির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন সরাসরি লড়াই বিজেপির মৃগাঙ্ক সিংহ এবং অজিত সিংহের দল আরএলডির তব্বাসুম হাসানের মধ্যে। মৃগাঙ্ক সিংহের বাবা হুকুম সিংহ এই কেন্দ্রের সাংসদ ছিলেন গত ফেব্রুয়ারি মাসে মৃত্যুর আগে পর্যন্ত। অজিত সিংহের আরএলডিকে সমর্থন জানাচ্ছে কংগ্রেস, মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।   

.