This Article is From Jul 30, 2019

প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল পাকিস্তানের সামরিক বিমান, ১৭ জনের মৃত্যু

রাওয়ালপিণ্ডিতে ওই বিমানটি ভেঙে পড়ায় গুরুতর আহত আরও ১২ জন

প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল পাকিস্তানের সামরিক বিমান, ১৭ জনের মৃত্যু

রাওয়ালপিণ্ডিতে ভেঙে পড়ল পাকিস্তানের সামরিক বিমান (AFP)

ইসলামাবাদ:

পাকিস্তানের (Pakistan) রাওয়ালপিণ্ডির জনবসতি পূর্ণ এলাকায় ভেঙে পড়ল সেদেশের একটি সামরিক বিমান (Pakistani Military Aircraft)। বিমানের (Plane crash) মধ্যে থাকা ৫ জন বিমানকর্মী এবং ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু (17 Killed) হয় ওই দুর্ঘটনায়। পাকিস্তানি বায়ু সেনার পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয় ওই দুর্ঘটনার খবর।

রবিবার সকালে ১৪৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইথিওপিয়ার বিমান

আরও ১২ জন সাধারণ নাগরিকের আহত হয়েছেন ওই বিমান ভেঙে পড়ার ঘটনায়। পাকিস্তানের (Pakistan) ওই সামরিক বিমানটি ভেঙে পড়ার পরে তাতে আগুন ধরে যায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের খুব কাছেই অবস্থিত রাওয়ালপিণ্ডি। ওই অঞ্চলেই পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতর রয়েছে।

একটি সংবাদপত্রের ওয়েবসাইটে এই খবরটি দিয়ে একটি ছবিও দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাড়ির উপর ওই বিমানটি (Pakistani Military Aircraft) ভেঙে পড়ায় সেটিতেও আগুন ধরে যায়। তবে কি ধরণের বিমান ভেঙে পড়েছে বা কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তার এখনও বিস্তারিত তথ্য মেলেনি।

মাত্র ২ মিনিটের জন্য রক্ষা, পড়ুন ইথিওপিয়ান বিমানের একমাত্র বেঁচে যাওয়া যাত্রীর গল্প

সেনা ও অসামরিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই আগুন নিভিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায় বলে সেনাবাহিনীর যোগাযোগ শাখার বিবৃতিতে জানানো হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.