This Article is From Jan 16, 2020

ইমরান খানকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হবে, জানাল কেন্দ্রীয় সরকার

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) এদেশে আসার আমন্ত্রণ জানানো হবে বলে বৃহস্পতিবার জানাল কেন্দ্রীয় সরকার। 

ইমরান খানকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হবে, জানাল কেন্দ্রীয় সরকার

শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে ইমরান খানকে।

নয়াদিল্লি:

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) এদেশে আসার আমন্ত্রণ জানানো হবে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে। নয়াদিল্লিতে এই সম্মেলন আয়োজিত হবে বলে বৃহস্পতিবার জানাল কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, এসসিও-র ৮ দেশ ও ৪ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হবে।'' বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বৃহস্পতিবার বিকেলে জানালেন, ‘‘ভারত এবছর শীর্ষ সম্মেলন আয়োজন করবে। আটটি দেশ ও চারটি পর্যবেক্ষকের প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হবে। এবং অন্যান্য আন্তর্জাতিক সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।'' প্রসঙ্গত, এসসিইও হল চিনের নেতৃত্বে আট সদস্যের এক অর্থনৈতিক ও নিরাপত্তা ব্লক। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে এসসিও-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০১ সালে এটি প্রতিষ্ঠা করে চিন, কিরগিজ প্রজাতন্ত্রস কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।

‘‘নিন্দনীয়'': চিনের সাহায্যে রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যু তোলার পাক প্রচেষ্টার নিন্দা সরকারের

গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইমরান খান কিরগিজস্তানের রাজধানী বিশকেকে হওয়া সম্মেলনে যোগ দেন গত জুনে। সেখানেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে দেশ সন্ত্রাসকে মদত দেয় ও সমর্থন করে তাদের সন্ত্রাসের জন্য দায়ী করতে হবে।

সন্ত্রাসবাদ দমনে এসসিও-র সব সদস্যকে একসঙ্গে এগোতে হবে, একথা জানিয়ে প্রধানমন্ত্রী সন্ত্রাসের সঙ্গে লড়ার জন্য বিশ্ব সম্মেলনের ডাক দিলেন।

প্রজাতন্ত্র দিবসের আগে প্রতিহত বড় জঙ্গি হানা, জানাল জম্মু ও কাশ্মীরের পুলিশ

ভারত একথা জানানোর আগে এদিনই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে চিনের সাহায্যে জম্মু ও কাশ্মীর ইস্যু তোলার জন্য পাকিস্তানের নিন্দা করে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। এই নিয়ে তৃতীয় বার জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার করতে চাইল চিন। কিন্তু সেখানে অন্য দেশগুলি জানিয়ে দিয়েছে, এটা সেই আলোচনার মঞ্চ নয়।

.