This Article is From Feb 10, 2020

Oscars 2020: কারা জিতলেন বিশ্বের শ্রেষ্ঠ সম্মান? জেনে নিন

৯২ তম অস্কার পুরস্কারের মঞ্চ কার কপালে এঁকে দিল জয়ের তিলক? NDTV জানাচ্ছে তার সম্পূর্ণ তালিকা

Oscars 2020: কারা জিতলেন বিশ্বের শ্রেষ্ঠ সম্মান? জেনে নিন

অস্কার ২০২০ কার মুখে হাসি ফোটালো?

হাইলাইটস

  • অস্কার ২০২০ পুরস্কার পেলেন কারা?
  • কে হলেন সেরার সেরা?
  • রইল তালিকা
নয়া দিল্লি:

আরও একবার রবিবার, ৯ ফেব্রুয়ারি বিশ্বের তাবড় তারা অস্কারের আকাশে। হলিউডের ডলবি থিয়েটার কানায় কানায় পূর্ণ। গোটা বিশ্ব অপেক্ষায় ছিল কার কপালে পুরস্কারের শিঁকে ছেঁড়ে দেখার জন্য। সেলেবরা অপেক্ষায় থাকেন, স্বপ্ন পূরণের আশায়। যাঁর পূরণ হয়, পুরস্কার মঞ্চে চওড়া হাসি হাসেন তিনি। কেউ ফেরেন খালি হাতে। মনের আশা মনে চেপে রেখে। ৯২ তম অস্কার পুরস্কারের মঞ্চ (2020 Oscars) কার কপালে এঁকে দিল জয়ের তিলক? NDTV জানাচ্ছে তার সম্পূর্ণ তালিকা----

অস্কারের স্মৃতিতে বুঁদ প্রিয়াঙ্কা চোপড়া, শেয়ার করলেন ছবি

এবছর পুরস্কারের তালিকায় নাম উঠেছিল জোয়াকিন ফিনিক্স, রেনি জেলওয়েজার, অ্যান্টনি হপকিন্স এবং লরা ডার্নের মতো বহু আন্তর্জাতিক তারকার। সমস্ত তালিকা ঝাড়াই বাছাই করে পুরস্কৃত করা হয় মোট ২৪ জনকে। এবছর সেরা ছবির তালিকায় রয়েছে ন'টি ছবি। সেগুলি ওয়ান-শটের মতো যুদ্ধের মহাকাব্য '1917', ক্রিশ্চান বেল, ম্যাট ড্যামন-অভিনীত 'অ্যাড্রেনালাইন রাশ ফোর্ড ভি ফেরারি', মার্টিন স্কোরসির মব ড্রামা দ্য 'আইরিশম্যান রবার্ট ডি নিরো' এবং 'আল পাচিনো' সহ, তাইকা ওয়েইটির 'জোজো রাবিট', জোয়াকিন ফিনিক্স অভিনীত 'জোকার', গ্রেটা গ্রাভিগের 'লিটল উইমেন', স্কারলেট জোহানসন, অ্যাডাম ড্রাইভার অভিনেতা 'ম্যারেজ স্টোরি', কোয়ান্টিন ট্যারান্টিনোর 'ওয়ান্স আপোন দ্য টাইম ...হলিউড ' এবং কোরিয়ান ব্ল্যাক কমেডি 'প্যারাসাইট'।

চওড়া হাসি যাঁদের মুখে----

সেরা সহ অভিনেতা: ব্র্যাড পিট ('ওয়ান আপোন দ্য টাইম ...হলিউড ')। 

তালিকায় নাম ছিল টম হ্যাঙ্কস (এ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), অ্যান্টনি হপকিন্স (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশ ম্যান), জোয়ি পেসি (দ্য আইরিশ ম্যান)।

সেরা অ্যানিমেটেড ছবি: হেয়ার লাভ।

এছাড়াও তালিকায় ছিল Dcera (Daughter), কিটবুল, মেমরেবল, সিস্টার।

সেরা অরিজিনাল স্ক্রিন প্লে: বং জুন হো আর হান জিন ওন (প্যারাসাইট)।

দৌড়ে ছিলেন রায়ান জনসন (নাইভস আউট), নোয়াহ বমব্যাচ (ম্যারেজ স্টোরি), স্যাম মেনডেস এবং ক্রিস্টি উইলসন (Cairns, 1917), কোয়নটিম টারানটিনো (ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড)।

সেরা অ্যাডপ্টেড স্ক্রিন প্লে: তাইকা ওয়াইতিতি (জোজো র্যাবিট)
নাম ছিল স্টিভেন জেলিয়ান (দ্য আইরিশম্যান), টড ফিলিপস এবং স্কট সিলভার (জোকার), গ্রেটা গেরউইগ (লিটল উইমেন), অ্যান্টনি ম্যাককার্টেন (দ্য পোপস)।

সেরা ছোট ছবি: দ্য নেইবারস উইন্ডো - উইনার
নাম উঠেছিল ব্রাদার, নেফটা ফুটবল ক্লাব, সারিয়া, এ সিস্টার।

সেরা প্রোডাকশন ডিজাইন: বারবারা লিং, ন্যানসি হাই (ওয়ান্স আপোন দ্য টাইম ...হলিউড)।

বাকিরা প্রোডাকশন ডিজাইন বব শ, সাজসজ্জা সেট: রেজিনা গ্রেভস (আইরিশম্যান), জোজো খরগোশ - প্রোডাকশন ডিজাইন রা ভিনসেন্ট, সাজসজ্জা নোরা সোপকোভা (জোজো র্যআবিট), প্রোডাকশন ডিজাইন ডেনিস গাসনার, সাজসজ্জা লি স্যান্ডেলস (1917), প্রোডাকশন ডিজাইন লি হা জুন, সাজসজ্জা চো ওয়ান উ (প্যারাসাইট)।

সেরা পোশাক: জ্যাকলিন ডুরান (লিটল উওমেন)।

এছাড়া, স্যান্ডি পাওয়েল এবং ক্রিস্টোফার পিটারসন (দ্য আইরিশম্যান), ময়েস সি রুবেও (জোজো র্যআবি), মার্ক ব্রিজ (জোকার), আরিয়ান ফিলিপস (ওয়াল আপসন আ টাইম ... হলিউডে)।

সেরা ডক্যু ফিল্ম: আমেরিকান ফ্যাক্টরি।

তালিকায় ছিল দ্য কেভ, দ্য এজ অফ ডেমোক্র্যাসি, ফর সামা,হনিল্যান্ড।

সেরা ছোট ডক্যু ফিল্ম: লার্নিং টু স্কেটবোর্ড ইন এ ওয়্যারজোন

নাম ছিল, ইন দ্য অ্যাবসেন্স, লাইফ ওভারটেকস মি, সেন্ট লুইস সুপারম্যান, ওয়াক রান চা চা।

সেরা সহ নায়িকা: লরা ডান (ম্যারেজ স্টোরি)

ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল), স্কারলেট জোহানসন (জোজো র্যআবিট), ফ্লোরেন্স পুগ (লিটল উওমেন), মার্গট রবি (বোম্বসেল)।

বিস্তারিত আসছে......

.