This Article is From Oct 18, 2019

করবা চৌথ পালন করলেন নুসরত, উপোস ভাঙলেন স্বামীর হাতে জল খেয়ে

মাথায় ঘোমটা টেনে, অলঙ্কারে সেজে হাতে বরণডালা নিয়ে পুজো করেন নুসরত। ছবিতে দেখা যাচ্ছে থালায় প্রদীপ জ্বলছে।

করবা চৌথ পালন করলেন নুসরত, উপোস ভাঙলেন স্বামীর হাতে জল খেয়ে

Nusrat Jahan: স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে করবা চৌথ পালন

নয়া দিল্লি:

বিয়ের পর থেকে স্বামীর ধর্ম মেনে সমস্ত হিন্দু রীতি-রেওয়াজ শ্রদ্ধা-সম্মানের সঙ্গে পালন করছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। মৌলবীদের ফতোয়া, সমাজের বিতর্ককে পাশে সরিয়ে সিঁথিতে সিঁদুর পরা থেকে রথ টানা, দুর্গাপুজোয় ধুনুচি নাচ, অষ্টমীর অঞ্জলি, ঢাক বাজানো, দেবীবরণ, সিঁদুর খেলা---কিছুই বাকি রাখেননি তিনি। এবার আরও একধাপ এগিয়ে মঙ্গলবার করবা চৌথ (Karva Chauth) পালন করলেন। মাথায় ঘোমটা টেনে, অলঙ্কারে সেজে হাতে বরণডালা নিয়ে পুজো করেন নুসরত। ছবিতে দেখা যাচ্ছে থালায় প্রদীপ জ্বলছে। পাশে জলের ঘট। সঙ্গে স্বামী নিখিল জৈন। স্বামীর মঙ্গল কামনায় উপোস থেকে চাঁদ দেখার পরেই চালুনি দিয়ে স্বামীর মুখ দেখেন নুসরত। আরতি করেন তাঁর।

বিয়ের প্রথম বছরে করবা চৌথ ব্রত পালন করলেন শ্রাবন্তী, নুসরত?

দেখুন, লাল রঙের জমকালো শাড়ি-গয়নায় সেজে স্বামী নিখিলের আরতি করছেন নুসরত।

2qkg86vo

নিষ্ঠার সঙ্গে সমস্ত নীতি-নিয়ম মেনে পুজো সারেন সাংসদ-অভিনেত্রী। চালুনি দিয়ে মুখ দেখেন স্বামীর।

1tqqp9c

এরপর চাঁদের পুজো সেরে স্বামীর দীর্ঘায়ু কামনা করে নিখিলের হাত থেকে জল খান।

p9teho6

ছবি বলছে, উপোস একা নুসরত করেননি। নিখিলও তাঁর জন্য সম্ভবত উপোস করেছিলেন। তাই নুসরত তাঁকেও জল খাওয়ান।

m0f10i5

অনুষ্ঠানের দিন নুসরত লাল শাড়িতে সাজলেও নিখিল পরেছিলেন নীল কুর্তা।

iu3a0o48

তবে প্রতি কাজেই নুসরতের সঙ্গী বিতর্ক। সাংসদ হওয়ার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না।

9r6j0ft8

সংসদ ভবনে নুসরতের স্পিকারের পা ছোঁয়া, হিন্দুকে বিয়ে করে চূড়া-সিঁদুর-মঙ্গলসূত্র পরা নিয়ে কট্টরপন্থীরা মারাত্মক বিরোধিতা করেন তাঁর।

n81m4kt8

দেখুন শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডন, মীরা রাজপুতদের Karwa Chauth পালনের ছবি

তারপরেও নুসরত রথের দড়ি টানেন। দুর্গাপুজোয় ঢাক বাজান, অঞ্জলি দেন। এবং দেবীবরণ করে সিঁদুর খেলেন।

7e19akug

এই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন নুসরত বলেন, "আমি ভগবানের স্নেহধন্য। তাঁর বিশেষ সন্তান। ভালাবাসা আর মানবিকতার ওপর কাউকে আমি জায়গা দিই না। আমি খুব খুশি। এবং কোনও বিতর্কেই আমার কিচ্ছু যায়-আসে না। আমার কাছে সব ধর্মই সমান।" 

.