This Article is From Nov 10, 2018

মদ্যপ অবস্থায় পাঁচতারা হোটেলে পড়ে গিয়ে মৃত্যু প্রবাসী ব্যবসায়ীর

হোটেল চত্বরেই আচমকা পড়ে গিয়ে মারা গেলেন ৪৮ বছর বয়সী এক প্রবাসী ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দিল্লির তাজ মানসিংহ হোটেলে।

মদ্যপ অবস্থায় পাঁচতারা হোটেলে পড়ে গিয়ে মৃত্যু প্রবাসী ব্যবসায়ীর

হাইলাইটস

  • ভারসাম্য হারিয়ে পড়ে যান নরেন্দ্র মঙ্গলম
  • ৭ নভেম্বর রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে উদ্ধার হয় তাঁর দেহ
  • একটি বিবৃতি দিয়ে এই মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করেছে হোটেল কর্তৃপক্ষ
নিউ দিল্লি:

হোটেল চত্বরেই আচমকা পড়ে গিয়ে মারা গেলেন ৪৮ বছর বয়সী এক প্রবাসী ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দিল্লির তাজ মানসিংহ হোটেলে। পুলিশ শুক্রবার সংবাদমাধ্যমকে জানায় এই কথা।  তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে নরেন্দ্র মঙ্গলম নামের ওই ব্যবসায়ী মদ্যপ অবস্থায় ছিলেন। ওই অবস্থাতেই তিনি হোটেলের বাগানে ঘুরতে বেরিয়েছিলেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা। ওই বাগানেই ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান তিনি। পুলিশ জানিয়েছে, তিনি ৭ নভেম্বর রাত আড়াইটে নাগাদ হোটেলে চেক-ইন করেন। তাঁর  হোটেল ছাড়ার কথা ছিল ৮ নভেম্বর।  ৭ নভেম্বর রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয় হোটেল চত্বর থেকে। 

পুলিশ জানায়, ওই হোটেলের বাগানটি হোটেলের লবির থেকেও দু'ধাপ উঁচুতে অবস্থিত।  এছাড়া, সেখানে কোনও পাঁচিল না গ্রিল দেওয়াও নেই। 

নরেন্দ্র মঙ্গলমের মা থাকেন বেঙ্গালুরুতে। ছেলের মৃত্যুর খবরে দিল্লি চলে আসেন তিনি। 

আমেরিকা থেকে তাঁর পরিবারের দিল্লি আসার কথা আজ শনিবার।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.