This Article is From Jan 04, 2019

২ হাজারের নোট ছাপা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, বাজারে রয়েছে পর্যাপ্ত নোট: আধিকারিক

বাজারে মোট নোটের ৩৫ শতাংশ ২ হাজারের বলে জানিয়েছেন অর্থনীতি বিষয়ক মন্ত্রকের সচিব সুভাষচন্দ্র গর্গ ।

২ হাজারের নোট ছাপা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, বাজারে রয়েছে পর্যাপ্ত নোট: আধিকারিক

বাজারে মোট নোটের ৩৫ শতাংশ ২ হাজারের বলে জানিয়েছেন অর্থনীতি বিষয়ক মন্ত্রকের সচিব সুভাষচন্দ্র গর্গ

নিউ দিল্লি:

২ হাজার নোট কি বন্ধ হতে চলেছে? তুমুল জল্পনার মধ্যেই  অর্থনীতি বিষয়ক মন্ত্রক জানিয়ে দিল, বাজারে ২ হাজারের নোট পর্যাপ্ত থাকার কারণেই নতুন করে ২  হাজারের নোট ছাপার কোনও সিদ্ধান্ত হয় নি। অর্থনীতি বিষয়ক মন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন, "প্রয়োজন অনুযায়ী, নোট ছাপা হয়। বাজারে বর্তমানে যে পরিমাণে নোট রয়েছে তার মধ্যে ৩৫ শতাংশই ২ হাজারের"।

৬০ সেকেন্ডের শুনানির পর অযোধ্যা মামলা ১০ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুভাষ গর্গ জানিয়েছেন, "বাজারে প্রয়োজনের তুলনায় বেশী পরিমাণে রয়েছে ২ হাজারের  নোট। ২ হাজারের নোট ছাপা নিয়ে সম্প্রতি কোনও সিদ্ধান্ত হয় নি"। বৃহস্পতিবার একটি রিপোর্টে বলা হয়, ২ হাজারের  নোট ছাপা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং তা তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছেে কেন্দ্রের।

 

 

 

আধিকারিকরা জানিয়েছেন,  "২ হাজারের নোট কম ছাপা হচ্ছে জোগান কম রয়েছে। ২ হাজারের নোট কম ছাপার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও নতুন ঘটনা নয় "।

ফেসবুক বন্ধুর হাতে গণধর্ষিতা তরুণী, ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে জোর করে বিয়ের অভিযোগ

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ২০১৭-এর মার্চে ২ হাজার টাকার নোট বাজারে ছাড়া হয় ৩ হাজার ২৫৮ মিলিয়ন।এক বছর পর পর তা খুব বেড়ে হয়েছে ৩ হাজার ৩৬৩ মিলিয়ন।

 

 

 

 

 

.