This Article is From Jul 24, 2019

নাইকের “বিরলতম” “চাঁদের জুতো”, নিলামে বিক্রি হল ৪৩৭,৫০০ ডলার রেকর্ড দামে

এর আগে ১৯৮৪-র অলিম্পিক বাস্কেটবল ফাইনালে ব্যবহৃত মাইকেল জর্ডানের স্বাক্ষর করা জুতো জোড়া ২০১৭ সালে বিক্রি হয়েছিল ১৯০,৩৭৩ ডলারে

নাইকের “বিরলতম” “চাঁদের জুতো”, নিলামে বিক্রি হল ৪৩৭,৫০০ ডলার রেকর্ড দামে

নাইকের সহ প্রতিষ্ঠাতা বিল বোয়ারম্যান ১৯৭২ সালের অলিম্পিক ট্রায়ালের রানার্সদেরর জন্য ফ্ল্যাট রেস এই 'চাঁদের জুতো' ডিজাইন করেছিলেন

নিউ ইয়র্ক:

মঙ্গলবার নিলামে ওঠা নাইকের (Nike) “চাঁদের জুতো” (Moon Shoe) ভেঙে দিল ইতিপূর্বের সব রেকর্ড। ১৯৭১ সালে ব্যবহৃত নাইকের ওই স্নিকার্স (Nike sneakers) “চাঁদের জুতো”  বিক্রি হল ৪৩৭,৫০০ ডলারে, যা এক নয়া বিশ্বরেকর্ড তৈরি করল। নিলামকারী সংস্থাটি (Sotheby) এক বিবৃতিতে জানায়, এর আগে ১৯৮৪-র অলিম্পিক বাস্কেটবল ফাইনালে ব্যবহৃত মাইকেল জর্ডানের স্বাক্ষর করা জুতো জোড়া (Nike Shoes) ২০১৭ সালে বিক্রি হয়েছিল ১৯০,৩৭৩ ডলারে। কিন্তু নাইকের  এই জুতো জোড়া ভেঙে দিল সেই রেকর্ডও। এই জুতো জোড়ার দাম ১৬০,০০০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে অনুমান করা হলেও এটি সেই প্রাক-বিক্রয় মূল্যের সমস্ত হিসেবনিকেশ ভেঙে দিয়ে রেকর্ড দামে বিক্রি হয়। কানাডিয়ান সংগ্রাহক মাইলস নাদাল অনলাইন নিলামের মাধ্যমে দরকষাকষি করে ওই দামে কিনেছেন নাইকের জুতো জোড়া। তিনি জানিয়েছেন,  গত সপ্তাহেই গোপনে বিক্রি হওয়া একটি ব্যক্তিগত নিলামে আরও ৯৯ জোড়া জুতো কেনেন।

জাপানে নিলামে একজোড়া প্রিমিয়াম তরমুজ 3.2 মিলিয়ন ইয়েনে বিক্রি হয়ে রেকর্ড গড়ল

“আমি অত্যন্ত রোমাঞ্চ অনুভব করছি নাইকের এই ‘চাঁদের জুতো' কিনতে পেরে, নাইকের তৈরি বিরলতম জুতোগুলোর মধ্যে অন্যতম এই জুতো জোড়া (Nike Shoes) , পাশাপাশি এর উপর ক্রীড়া ইতিহাসের বেশ কিছু কলা কৌশলও আছে, আর সবচেয়ে বড় কথা এর সঙ্গে জড়িয়ে আছে পপ সংস্কৃতি”, বলেন নাদাল।

নাইকের (Nike) সহ প্রতিষ্ঠাতা বিল বোয়ারম্যান ১৯৭২ সালের অলিম্পিক ট্রায়ালের রানার্সদেরর জন্য ফ্ল্যাট রেস এই 'চাঁদের জুতো' (Moon Shoe) ডিজাইন করেছিলেন। নিলামকারী সংস্থাটি জানায়, সেইসময় তৈরি প্রায় ১২ জোড়া জুতোর মধ্যে মঙ্গলবারের জুতোটি একমাত্র হিসাবে অবশিষ্ট ছিল।

প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যের 103 বছরের পুরনো চকোলেট এবার কিনতে পারেন আপনিও

সোথবি'র (Sotheby) গ্লোবাল ই-কমার্স প্রধান নোয়া উনসছ বলেন, "আমরা আগের বিশ্ব নিলাম রেকর্ডের তুলনায় আজ প্রায় দ্বিগুণ দামে এই আইকনিক চাঁদের জুতোকে (Moon Shoe) বিক্রি করতে পেরে অত্যন্ত উত্তেজিত বোধ করছি।"

৬১ বছর বয়সী নাদাল বুধবার ৮৫০,০০০ মার্কিন ডলার খরচ করেছেন ওই ঐতিহাসিক জুতো জোড়া সহ ৯৯ টি নিলামকৃত জিনিস কেনার জন্যে। টরোন্টোতে নিজের ব্যক্তিগত সংগ্রহশালায় ওই “চাঁদের জুতো” প্রদর্শন করে রাখবেন তিনি, জানিয়েছেন বিরলতম জুতো জোড়ার (Moon Shoe) ক্রেতা তথা কানাডিয়ান সংগ্রাহক মাইলস নাদাল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more trending news


.