This Article is From Jun 25, 2019

'ভারতের অন্তরাত্মাকে পিষে মারা হয়েছিল': এমার্জন্সি বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী মোদি

সংসদে তাঁর বক্তব্যে উঠে এল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রসঙ্গও, “২৫ জুন রাতে মানুষের আর দেশের অন্তরাত্মাকে পিষে মারা হয়েছিল”, বললেন মোদি

"২০১৯ এর জনাদেশ সেই অগ্নিপরীক্ষার পরেই এসেছে", সংসদে বললেন প্রধানমন্ত্রী মোদি

নিউ দিল্লি:

”কংগ্রেসের উপর বীতশ্রদ্ধ হয়েই ২০১৪ সালে মানুষ বিজেপিকে নির্বাচন করেছিল”, সংসদে দাঁড়িয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।  রাষ্ট্রপতির বক্তৃতা পর লোকসভায় (Parliament)  জবাবি ভাষণ দেওয়ার সময় মোদি বলেন,”২০১৪ তে যখন আমরা প্রথম ক্ষমতায় এলাম, তখন গোটা দেশকে বলতে শোনা গিয়েছিল যে ‘যাক এঁদের হাত থেকে তো বাঁচলাম'  অর্থাৎ আমরা দেশের ক্ষমতায় এসে যেন কংগ্রেসের হাত থেকে বাঁচালাম”। মোদি সংসদে বক্তব্য রাখতে উঠে সরাসরি কংগ্রেসকে নিশানা করে বলেন যে ওই দল অত্যন্ত উদ্ধত হয়ে গেছে । “আপনারা এত উপরে উঠে গিয়েছেন যে, জমি দেখতে পান না। আপনারা এত উপরে উঠেছেন যে, শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন”, রাহুল গান্ধির দলকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন প্রধানমন্ত্রী (PM Modi)। গত ৫ বছরে মোদি সরকারের কাজই তাঁদের ফের ক্ষমতায় এনেছে। তাঁদের ট্রাক রেকর্ডের জোরেই এত মানুষ তাঁদের সমর্থন জুগিয়েছেন, ফের ক্ষমতায় এনেছেন, দাবি করেন মোদি । প্রথমবারের থেকে আরও বেশি সমর্থন নিয়ে দ্বিতীয়বার বিজেপি(BJP) ক্ষমতায় এসেছে, ২০১৪-র থেকেও বড় ব্যবধানে জিতেছে তাঁরা । ২০১৯-এ বিজেপি একাই ৩০০-র বেশি আসন পেয়েছে, যেখানে ২০১৪ তে তাঁরা পেয়েছিল ২৮২ টি আসন । 

‘কাটমানি' নিয়ে হিংস্র প্রতিবাদ নয়, অভিযোগ করুন থানায়, আর্জি পুলিশের

তবে গত ৫ বছরে ক্ষমতায় থেকে কাজ করা খুব একটা সহজ ছিল না বলে স্বীকার করে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন রীতিমতো অগ্নিপরীক্ষার দেওয়ার পরেই এই বিপুল জনাদেশ তাঁদের পক্ষে এসেছে ।

বিভিন্ন জনকল্যাণমূলক কাজের কথা উল্লেখ করে মোদি (PM Modi) বলেন, সাধারণ মানুষ মনে করেছেন কেন সরকার তাঁদের ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস পৌঁছে দেওয়ার জন্যে এত চেষ্টা চালাচ্ছে, কিন্তু সরকার সেই বিষয়গুলি নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে গেছে, প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে পোঁছে দেওয়ার জন্যে প্রচেষ্টা চালিয়ে গেছে, এই যাত্রাটা অনেক দীর্ঘ ছিল বলেও দাবি করেন মোদি।

“একটা নির্বাচনকে শুধু কে জিতল আর কে হারল এভাবে দেখা আমার নীতি বহির্ভূত”, সংসদে বক্তব্য রাখতে গিয়ে বলেন মোদি (PM Modi)। বর্তমান সরকার চালাতে বিরোধীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতার আবেদনও করেন তিনি। 

পশ্চিমবঙ্গের ২ জেলা থেকে বাজেয়াপ্ত ৭৮ টি বোমা, গ্রেফতার ৮

মঙ্গলবার সংসদে মোদির (PM Modi) বক্তব্যে উঠে আসে জরুরি অবস্থার প্রসঙ্গও। প্রধানমন্ত্রী মোদি বলেন, “২৫ জুন রাতে ভারতের অন্তরাত্মাকে পিষে মেরে ফেলা হয়েছিল” প্রসঙ্গত ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা( state of Emergency) ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ওই জরুরি অবস্থা চলেছিল ২১ মাস, ১৯৭৫-এর ২১ মার্চ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ।

.