This Article is From Jan 09, 2020

বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ, পিডিপি থেকে বহিষ্কৃত আট নেতা

অভিযোগ, কেন্দ্রের সঙ্গে সমঝোতা করে উপত্যকা পরিদর্শনে আসা বিদেশী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন ওই আট জন।

বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ, পিডিপি থেকে বহিষ্কৃত আট নেতা

গত ৫ অগাস্ট থেকে গৃহবন্দী পিডিপি প্রধান মেহবুবা মুফতি

হাইলাইটস

  • শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ওই আট নেতাকে।
  • কাশ্মীরের মানুষের ইচ্ছার বিরুদ্ধাচারণ করেছেন তাঁরা, বলেছে এক বিবৃতি।
  • উপত্যকা পরিদর্শনে আসা বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ওই আট জন
শ্রীনগর:

জম্মু-কাশ্মীরে (J&K) পিডিপির আট নেতা  'মানুষের ইচ্ছার বিরুদ্ধে' গেছেন। এই অভিযোগে বৃহস্পতিবার তাঁদের দল থেকে বহিষ্কার (Expel) করল পিডিপি। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রের সঙ্গে সমঝোতা করে উপত্যকা (Valley) পরিদর্শনে আসা বিদেশী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন ওই আট জন। রীতিমতো বিবৃতি জারি করে মেহবুবা মুফতির দল দাবি করেছে, আমাদের শৃঙ্খলারক্ষা কমিটি এই বহিষ্কারের প্রস্তাব এনেছে। তারা খতিয়ে দেখেছে গত ৫ অগাস্ট এবং তার পরবর্তী সময়ে ভারত সরকার ক্রমাগত কাশ্মীরের মানুষের আবেগ, বিশ্বাস ও ইচ্ছার বিরুদ্ধাচারণ করেছে। কাশ্মীরের জনগণের সংস্কৃতিকে আঘাত করেছে।সেই পথে হেটে পিডিপির কয়েকজন নেতা, যারা বিধানসভার সদস্য ছিলেন, একই ভাবে কাশ্মীরের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গেছেন। নিজেদের পদের এমন অপব্যবহারের জন্য ওদের প্রাথমিক সদস্যপদ খারিজ করে দল থেকে বহিষ্কার করা হল।'

পিটিআইয়ের একটা সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, বহিষ্কৃত পিডিপি (PDP) নেতাদের মধ্যে রয়েছেন, প্রাক্তন বিধায়ক দিলাওয়ার মীর, রফি আহমেদ মীর, জাফফার ইকবাল, আব্দুল মাজিদ, রাজা মনজুর খান, জাভেদ হুসেইন বেগ, কামার হুসেইন এবং আব্দুল রহিম। গত পাঁচ অগাস্ট কেন্দ্রের তরফে জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। গৃহবন্দী করা হয় সে রাজ্যের একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ অন্য রাজনৈতিক ব্যক্তিত্বদের। তারপর প্রায় ৬ মাস সে রাজ্যে বন্ধ ইন্টারনেট পরিষেবা। এর মধ্যে বৃহস্পতিবার ইউএস, ইইউ-সহ ১৫টি দেশের ও আন্তর্জাতিক গোষ্ঠীর কূটনীতিবিদদের একটা দল উপত্যকা পরিদর্শনে আসে।

নতুন কেন্দ্র শাসিত অঞ্চলের পরিস্থিতি কী, খতিয়ে দেখেন তাঁরা। গত ছ'মাসের মধ্যে এটা কেন্দ্রের তরফে দ্বিতীয় উদ্যোগ। আদৌ ওই এলাকায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কীনা, মানুষের উপর নির্যাতন চলছে কীনা? খতিয়ে দেখেন তাঁরা। সেই বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে ওই আট নেতা, প্রাক্তন পিডিপি নেতা আলতাফ বুখারির নেতৃত্বে উপ-রাজ্যপাল জিসি মুর্মুর সঙ্গে বৈঠক করেন। পরে ওই প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন ওই আট বহিষ্কৃত নেতা। 
এদিকে গত বছর দল-বিরোধী কার্যকলাপের অভিযোগে পিডিপি থেকে বহিষ্কৃত করা হয় আলতাফ বুখারিকে। তিনি নাকি বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরিতে উদ্যোগ নিয়েছেন। এমন অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই আলতাফ বুখারি এদিন আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের এখন ৩৭০-র ঊর্ধ্বে কিছু ভাবা উচিত। ৩৭০ ধারা বিলোপের ক্ষত কোনওদিন মন থেকে মুছবে না। কিন্তু আমাদের সেই দুঃখ থেকে বেরিয়ে আসতে হবে।  জীবনে এগিয়ে চলতে হবে। অপরদিকে কাশ্মীরের গৃহবন্দী নেতাদের মুক্তি এবং ইন্টারনেট ব্যবহারে অনুমতি, সরকার কবে দেবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এদিন জানিয়েছে উপ-রাজ্যপালের দফতরের একটি সূত্র  

(সংবাদসংস্থা থেকে উদ্ধৃত)

.