অভিয়োগ, ওই ব্যক্তিকে জোর করে নিজেদের জুতোয় নাক ঘষতে বাধ্য করে অভিযুক্তরা।
মন্দসৌর, মধ্যপ্রদেশ: অভিযোগ, তিনি নাকি জল ছিটিয়েছেন সামনে থাকা কয়েকজনের গায়ে। আর সেই অপরাধের ‘শাস্তি' হিসেবে এক ব্যক্তিকে নাক ঘষতে হল বেশ কয়েকজন মানুষের জুতোয়। পাশাপাশি তাঁকে প্রবল মারধর করা হয় বলেও অভিযোগ। চূড়াম্ত অমানবিক এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মন্দসৌর (Mandsaur) জেলায়। আক্রান্তের নাম কমল সিং। বয়স ২৬ বছর। তাঁকে ধুলোও চাটতে হয় বলে অভিযোগ। গত ১৬ জুন ওই ব্যক্তি একটি বিয়ে বাড়ি উপলক্ষে নগর পিপুলিয়া গ্রামে যান। সেই বিয়েবাড়িতে গণ্ডগোলের সূত্রপাত। জল ছিটানোকে কেন্দ্র করে তাঁর সঙ্গে ওই অভিযুক্তদের বচসা শুরু হলে তিনি পালিয়ে নিজের শ্বশুরবাড়িতে চলে যান।
মর্মান্তিক! মা -বাবার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করল মেয়ে
কিন্তু নিস্তার মেলেনি। অভিযুক্তরা সেখানে ঢুকে তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ।
কমলকে ঘিরে ফেলে নিজেদের জুতোতে নাক ঘষতে নির্দেশ দেয় অভিযুক্তরা। চাটতে বলা হয় ধুলোও। পুরো ঘটনাটিকে ক্যামেরাবন্দি করেন অভিযুক্তদের একজন। যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমেছে। অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই তারা সকলে নিখোঁজ বলে জানা গিয়েছে।
মন্দসৌর সাবডিভিশনাল পুলিশ আধিকারিক দিলীপ সিংহ বিলওয়াল জানিয়েছেন, ‘‘আমরা একটি ভিডিও পেয়েছি যার ভিত্তিতে ওই অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সিনিয়র আধিকারিকরা তদন্তে নেমেছেন। আক্রান্তের অভিযোগকে সামনে রেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।''