This Article is From Jan 15, 2019

ঘাটতি মেটাতে কলেজ পাস পড়ুয়াদের ইন্টার্ন শিক্ষক হিসেবে নিয়োগ করতে চায় রাজ্য: মুখ্যমন্ত্রী

আর তার জন্য মাসে দু'হাজার এবং আড়াই হাজার করে টাকাও পাবেন এই শিক্ষকরা। দুবছর বাদে তাঁদের সার্টিফিকেটও দিয়ে দেবে  প্রশাসন। শিক্ষামন্ত্রীকে পাশে নিয়েই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী

ঘাটতি মেটাতে কলেজ পাস  পড়ুয়াদের ইন্টার্ন শিক্ষক হিসেবে নিয়োগ করতে চায় রাজ্য: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানান এখন থেকে  ক্লাস ফাইভকেও প্রাইমারি শিক্ষার আওতায় আনা হচ্ছে

হাইলাইটস

  • মুখ্যমন্ত্রী জানান জানান গোটা ব্যাপারটাই এখন ভাবনা চিন্তার স্তরে আছে
  • ক্লাস ফাইভকেও প্রাইমারি শিক্ষার আওতায় আনা হচ্ছে
  • প্রাথমকি এবং সেকেন্ডারি দুটি স্তরেই হবে ইন্টার্ন শিক্ষক নিয়োগ
কলকাতা:

সরকারি স্কুলে  শিক্ষকদের ঘাটতি মেটাতে কলেজ পাস  পড়ুয়াদেরই ইন্টার্ন হিসেবে নিয়োগ করার কথা  ভাবছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় সোমবার  এ কথা  জানিয়েছেন। তবে  তিনি জানান গোটা ব্যাপারটাই এখন ভাবনা চিন্তার স্তরে আছে।  মানে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান এখন থেকে  ক্লাস ফাইভকেও প্রাইমারি শিক্ষার আওতায় আনা হচ্ছে।

অসংগঠিত কর্মীদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনতে চলেছে রাজ্য

স্নাতক পাস করার পর পড়ুয়াদের দু' বছরের জন্য স্কুলের শিক্ষক হিসেবে  নিয়োগ করতে চাইছে রাজ্য। প্রাইমারি  এবং সেকেন্ডারি দুটি স্তরেই হবে  শিক্ষক নিয়োগ। আর তার জন্য মাসে দু'হাজার এবং আড়াই হাজার করে টাকাও পাবেন এই শিক্ষকরা। দুবছর বাদে তাঁদের সার্টিফিকেটও দিয়ে দেবে  প্রশাসন। শিক্ষামন্ত্রীকে পাশে নিয়েই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

ইউজিসির বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

রাজ্যের সমস্ত জায়গায় শিক্ষকের অভাব এক রকম নয়। এমন অনেক জায়গাই আছে  যেখানে ছাত্র-শিক্ষক  অনুপাত স্বাভাবিক বা তার কাছাকাছি। কিন্তু জঙ্গল মহলের অনেক জায়গাতেই ছবিটা এরকম নয়। সেখানে শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। সেই সমস্ত জায়গাতেই এই নতুন ব্যবস্থা বেশি করে কাজ দেবে বলে মনে  করা  হচ্ছে। এর পাশাপাশি পার্শ্ব শিক্ষকও নিয়োগ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কলেজ পাস পড়ুয়াদের অস্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ করলে  নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া হবে। এই ব্যাপারটা নিয়েই ভাবনা চিন্তা  করছে রাজ্য। তাছাড়া মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এই দুবছর  ভালভাবে পড়ালে আখেরে লাভ হবে ইন্টার্ন শিক্ষকদের। পাকাপাকি ভাবে শিক্ষক নিয়োগের সময় তাঁদের কথা মনে রাখা হবে বলে  তিনি জানান।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.