This Article is From Aug 01, 2018

মমতা সোনিয়ার বৈঠক আজ

আগামী বছর 19 জানুয়ারি কলকাতায় হতে চলা তৃণমূলের ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকার জন্য সোনিয়াকে আমন্ত্রণ জানাবেন মমতা।               

মমতা সোনিয়ার বৈঠক আজ

আগে দিল্লি এসে বিজেপির বিরুদ্ধে সর্বসম্মত বিরোধী প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।   

নিউ দিল্লি:

একজন সবে রাজ্যপাট তুলে দিয়েছেন ছেলের হাতে। কিন্তু ‘নিয়ন্ত্রণ’ এখনও তাঁর কাছেই। অন্যজন জাতীয় রাজনীতির মঞ্চে উঠে আসছেন অতি দ্রুত। এ হেন দুই নেত্রীর দেখা হবে আজ। 

স্বাভাবতই রাজনীতির কথা হবে। ঠিক কী কী করলে আগামী দিন দেশকে বিজেপির হাত থেকে ‘রক্ষা করা’ যাবে তা চূড়ান্ত করার মরিয়া চেষ্টা চালাবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি  সোনিয়া গান্ধি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি আগামী বছর 19 জানুয়ারি কলকাতায় হতে চলা তৃণমূলের ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকার জন্যও সোনিয়াকে আমন্ত্রণ জানাবেন মমতা।               

দিল্লি  এসেই মমতা জানিয়েছিলেন  1 অগাস্ট দেখা করবেন  সোনিয়ার সঙ্গে। সে মতো আজই হতে চলেছে  বহু চর্চিত সেই সাক্ষাৎ। জানা গিয়েছে সোনিয়া ছাড়া আরও কয়েকজন বিরোধী নেতার সঙ্গে মমতার দেখা হবে।

তাঁদেরকেও ওই সমাবেশে উপস্থিত থাকতে অনুরোধ করবেন তিনি। দুপুরে সংসদ ভবনে তৃণমূলের কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী। তখনও বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে তাঁর কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তাছাড়া পরের দিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মমতার সঙ্গে দেখা করতে আসবেন বলে শোনা গিয়েছে। এর আগে মঙ্গলবার এনসিপি প্রধান শরদ পাওয়ার ও তাঁর মেয়ে সুপ্রিয়া সুলের সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর।  

প্রত্যেকটি বৈঠক থেকেই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলছেন মমতা। কিছু দিন আগেও দিল্লি এসে বিজেপির বিরুদ্ধে সর্বস্মমত বিরোধী প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।   

                                          

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.