This Article is From May 21, 2019

আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক? পরে জানাবে পর্ষদ

৮৮ দিনের মাথায় এবারের মাধ্যমিক পরীক্ষার  (Madhyamik Results 2019) ফল প্রকাশিত হল। সামগ্রিক ভাবে  পাশের হার  বেড়েছে।

আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক? পরে জানাবে পর্ষদ

হাইলাইটস

  • ৮৮ দিনের মাথায় এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল
  • পরীক্ষার নিয়ামক সংস্থা জানিয়েছে এবারের পাশের হার সবচেয়ে বেশি
  • গত কয়েক বছরের মতো এবারও জেলার জয়জয়াকর
কলকাতা:

৮৮ দিনের মাথায় এবারের মাধ্যমিক পরীক্ষার  (Madhyamik Results 2019) ফল প্রকাশিত হল। সামগ্রিক ভাবে  পাশের হার  বেড়েছে। মাধ্যমিক পরীক্ষার  নিয়ামক সংস্থা জানিয়েছে এবারের পাশের হার  সবচেয়ে বেশি। গত কয়েক বছরের মতো এবারও জেলার জয়জয়কার। পাশের হারেও কলকাতাকে পেছনে ফেলেছে জেলা। প্রথম দশের সম্ভাব্য মেধা  তালিকাতেও (Merit List 2019)  রয়েছে কলকাতার মাত্র একজন। আগামী বছর পরীক্ষা কবে থেকে  শুরু হবে সে কথাও জানায়নি পর্ষদ। গতবারও পরীক্ষার রুটিন  দেওয়া হয়নি। এবারও হল না। সূত্রের খবর, এখনও  পরীক্ষার দিন ঠিক হয়নি। পর্ষদ সভাপতি সাংবাদিকদের জানান, কয়েকদিনের মধ্যেই রুটিন  ঘোষণা করে দেওয়া হবে। 

মাধ্যমিকের ফল প্রকাশ! ফের জয়জয়কার জেলার, ৬৯৪ পেয়ে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত

এমনিতে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক  পরীক্ষার ফল  প্রকাশের দিন  পরের বার  কবে থেকে পরীক্ষা শুরু হবে তা বলে  দেওয়া  হয়। তবে কয়েকটি পরিস্থিতিতে অন্যরকম সিদ্ধান্ত নেয় পর্ষদ। বিশেষ  করে নির্বাচন বা এ ধরনের ঘটনার সঙ্গে  যাতে সংঘাত না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার কেন পরের বছরের রুটিন দেওয়া  হল না তা স্পষ্ট নয়। শিক্ষকদের অনেকেই মনে  করেন কিছুটা আগে পরীক্ষার দিন বলে  দিলে ছাত্রছাত্রীদের প্রস্তুতি নিতে সুবিধা  হয়।                                                                                                              

.