This Article is From Apr 09, 2019

প্রতিশ্রুতি রাখতে না পেরে বিজেপি এখন পেন, টি-শার্ট দিয়ে ভোলাচ্ছে: তৃণমূল

Lok Sabha elections 2019: দেশজুড়ে বিক্রি হতে শুরু করা ‘নমো’ টি-শার্টের দিকেও ইঙ্গিত করে কটাক্ষ করেন ডেরেক।  

প্রতিশ্রুতি রাখতে না পেরে বিজেপি এখন পেন, টি-শার্ট দিয়ে ভোলাচ্ছে: তৃণমূল
নিউ দিল্লি:

পেন, টি-শার্টের মতো বিভিন্ন পণ্যের মাধ্যমে নিজেদের ভোটের প্রচার শুরু করেছে বিজেপি (BJP), আগের নির্বাচনগুলিতে মানুষকে দেওয়া তাদের প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত না হওয়ায়। মঙ্গলবার এই অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O Brian) রীতিমত তালিকা করে দেখান যে কোন কোন প্রতিশ্রুতিগুলি বিজেপি গত নির্বাচনে (Lok Sabha election) দেওয়া সত্ত্বেও রাখতে পারেনি। সব মিলিয়ে মোট ১৫'টি প্রতিশ্রুতির তালিকা করেন তিনি(Derek O Brian) । সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক ও'ব্রায়েন(Derek O Brian)  বলেন, “২০১৪ সালে যে পনেরোটি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তা পূর্ণ করতে পারেনি ওরা আরও অনেক প্রতিশ্রুতির মতোই। আমরা তাই মানুষকে এই কথাটি জানাতে চাই যে, পাঁচ বছরে কোনও প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার ফলই হল এই পেন ও টি-শার্ট বিতরণ। আপনারা বিজেপিকে বয়কট করুন”।

দেশজুড়ে বিক্রি হতে শুরু করা ‘নমো' টি-শার্টের দিকেও ইঙ্গিত করে কটাক্ষ করেন তিনি(Derek O Brian) ।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.