This Article is From Apr 25, 2019

এই বাহুবলিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন অনুপম

Lok Sabha Election 2019: পুরনো দলে থাকার সময় এক বাহুবলি তাঁকে বিরক্ত করতেন। তার জন্যই নাকি তৃণমূলে কোণঠাসা হয়ে ছিলেন অনুপম হাজরা।

এই বাহুবলিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন অনুপম

৪২টি কেন্দ্রের মধ্যে যাদবপুর সবসময় আলাদা গুরুত্বের দাবি রাখে।

হাইলাইটস

  • বিজেপিতে যোগ দেন বোলপুরের এই প্রাক্তন সাংসদ
  • এবার লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছেন তিনি
  • ৪২টি কেন্দ্রের মধ্যে যাদবপুর সবসময় আলাদা গুরুত্বের দাবি রাখে
কলকাতা:

পুরনো দলে থাকার সময় এক বাহুবলি তাঁকে বিরক্ত করতেন। তার জন্যই নাকি তৃণমূলে কোণঠাসা হয়ে ছিলেন অনুপম হাজরা (Anupam Hazra)। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল আরও  পরে বিজেপিতে যোগ দেন বোলপুরের এই প্রাক্তন সাংসদ। এবার লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019) প্রার্থীও হয়েছেন তিনি। তবে বোলপুর থেকে সরে এসে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যের ৪২টি কেন্দ্রের মধ্যে যাদবপুর সবসময় আলাদা গুরুত্বের দাবি রাখে। অতীতে বহু বিশিষ্ট মানুষ লোকসভায় এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। এবারও এখানে লড়াইটা একেবারে সমানে সমানে। তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তী,  সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য সঙ্গে লড়তে হচ্ছে অনুপমকে। আর তাই প্রচারের শুরু থেকেই নানা রকম চকম দিচ্ছেন অনুপম। আগামীকাল মনোনয়ন জমা দিতে গিয়ে ‘আরও বড় চমক' দিতে চান তিনি।

দিগ্বিজয় সিংহের সভায় মোদীর স্বপক্ষে উত্তর দেওয়ায় এক তরুণকে সংবর্ধনা বিজেপির

নিজের ফেসবুকে এ কথা জানিয়েছেন প্রার্থী। পোস্টে বলা হয়েছে শুক্রবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার রানিকুঠি মোড়ে জমায়েত করবেন বিজেপি কর্মীরা। সেখান থেকেই মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া হবে। আর সেই মিছিলে অন্যদের সঙ্গে থাকবেন দ গ্রেট খালি (The Great Khali)  WWE-র এই প্রাক্তন খেলোয়াড় অনুপমের সঙ্গে মিছিলে পা মেলাবেন তিনি। সাম্প্রতিক অতীতে WWE- তে খালি সবচেয়ে সফল ভারতীয়। দীর্ঘদিন WWE এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এহেন খালিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। নিজের ফেসবুকে ইতিমধ্যেই সে খবর জানিয়েছেন। সঙ্গে  বেশ কিছু ছবিও দিয়েছেন  তিনি।  তবে  এই প্রথম নয় এর আগেও একাধিকবার চমক দিয়েছেন অনুপম। কখনও তাঁর শোভাযাত্রায় দেখা গিয়েছে রাজু শ্রীবাস্তবকে। আবার কখনও অকাতরে মিহিদানা মিলিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন।   এত কিছু করে যাদবপুর লোকসভা কেন্দ্রে তিনি কি শেষ হাসি হাসবেন  তা জানা যাবে ২৩ মে। তাঁর বিপক্ষে ভোটে লড়া প্রার্থীরাও প্রচারে ঝড় তুলতে শুরু করেছেন। আক্রমণ প্রতি আক্রমণে সরগরম যাদবপুর।           

.