This Article is From Mar 24, 2019

গায়ের জোরে কিছু হবে না,প্রার্থী নিয়ে সমস্যা থাকলে আলোচনা করুনঃ দিলীপ

বিজেপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। এ সমস্ত রুখতে এবার কড়া  বার্তা দিল দল।  পরিষ্কার জানিয়ে দেওয়া হল দলের সিদ্ধান্ত সকলকেই মানতে  হবে। 

গায়ের জোরে কিছু হবে না,প্রার্থী নিয়ে সমস্যা থাকলে আলোচনা করুনঃ দিলীপ

এর আগে লোকসভা  নির্বাচনে প্রার্থী  হতে না  পেরে  দল ছেড়েছেন প্রবীণ বিজেপি নেতা।

হাইলাইটস

  • প্রার্থী নিয়ে বিজেপির ক্ষোভ রুখতে কড়া বার্তা দিল দল
  • নিজেদের সিদ্ধান্ত মানতে বাধ্য করে কোনও লাভ হবে নাঃ দিলীপ
  • সিদ্ধান্ত না মানলে, দল ছেড়ে দিন। আমরা আটকাবো নাঃ দিলীপ
কলকাতা:

লোকসভা  নির্বাচনে (Lok Sabha Election 2019)  বিজেপির প্রার্থী তালিকা ( Candidate List) নিয়ে অসন্তোষ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। এ সমস্ত রুখতে এবার কড়া  বার্তা দিল দল।  পরিষ্কার জানিয়ে দেওয়া হল দলের সিদ্ধান্ত সকলকেই মানতে  হবে।  লোকসভা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক (High Level Meeting) করে বিজেপি।  দলের পর্যবেক্ষক' কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,  নির্বাচনের দায়িত্বে থাকা মুকুল রায় থেকে শুরু করে অন্য নেতারাও উপস্থিত ছিলেন। ছিলেন দক্ষিণবঙ্গের  কয়েকটি  কেন্দ্রের  প্রার্থীরাও।  প্রকাশ্য বৈঠকে এবং তার পর একান্ত আলাপচারিতায়  দলের  কোন্দল রুখতে  কী করা উচিত তা নিয়ে  আলোচনা করেন  বিজেপি নেতারা।  রাজ্য সভাপতি স্পষ্ট ভাষায় বলেন প্রার্থী নিয়ে সমস্যা থাকলে আলোচনা হতে পারে।  কিন্তু কেউ যদি ভাবেন গায়ের জোরে পার্টিকে  নিজেদের সিদ্ধান্ত মানতে বাধ্য করবেন তাহলে  তিনি ভুল করছেন।  আবার বলছি প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত সকলকেই মানতে হবে।  কারও আপত্তি থাকলে দল ছাড়তে পারেন।  আমরা আটকাবো না।

অভিষেকের স্ত্রীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল শুল্ক দপ্তর

এর আগে লোকসভা  নির্বাচনে প্রার্থী  হতে না  পেরে  দল ছেড়েছেন প্রবীণ বিজেপি নেতা। বঙ্গ বিজেপির অন্যতম সহ সভাপতি  রাজকমল পাঠক পদত্যাগ  করেছেন বলে খবর। সংবাদ মাধ্যমে তিনি  বলেছেন হুগলি আসন থেকে লড়তে চেয়েছিলেন। কিন্তু এই আসন থেকে  বিজেপির প্রার্থী হয়েছেন মহিলা সংগঠনের রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায়। এই ক্ষোভেই দল ছেড়েছেন তিনি। দলের একটি সূত্র বলছে হুগলি না হলে  শ্রীরামপুর কেন্দ্র থেকে লড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু ওই আসন  থেকেও তাঁর নাম ঘোষণা হয়নি।  টিকিট পেয়েছেন রাজ্য বিজেপির যুব সংগঠনের সভাপতি দেবজিৎ সরকার। সংবাদ সংস্থা পিটিআইকে রাজকমল বলেছেন তিন দশক ধরে দল করে আর রাজ্য সহ- সভাপতি থেকেও  যদি টিকিট পাওয়ার যোগ্য না হই তাহলে পদ ছেড়ে  দেওয়াই ভাল। হুগলির আগে কোচবিহারেও দলীয় প্রার্থী নিয়ে বিজেপি কর্মীদের সমস্যা  হয়েছে।

(সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে )



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.