This Article is From Jan 20, 2019

মায়াবতী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী

বিএসপি সুপ্রিমো মায়াবতী সম্পর্কে কুরুচিকর মন্তব্য  করে বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী সাধনা সিং

প্রতিবাদে সামিল হয়েছেন অখিলেশ যাদব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।

হাইলাইটস

  • কুকরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী
  • মন্তব্যের প্রতিবাদ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব
  • তিনি মনে করেন দেশের সমস্ত মহিলাই অপমানিত হয়েছেন
লখনউ:

বিএসপি সুপ্রিমো মায়াবতী সম্পর্কে কুরুচিকর মন্তব্য  করে বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী সাধনা সিং। মায়াকে আক্রমণ করতে গিয়ে শনিবার তিনি বলে বসেন ক্ষমতার জন্য সম্মান বিক্রি করছেন নেত্রী। সমগ্র নারী জাতির কাছে মায়াবতী কলঙ্ক। এই মন্তব্যের জন্য সমস্ত মহল থেকেই সমালোচিত হয়েছেন বিজেপি নেত্রী।

 

go4djghoবিজেপি নেত্রী সাধনা সিং।
 
 
ঠিক কী বলেছিলেন তিনি? মুগলসরাইইয়ের একটি  জনসভা থেকে সপা এবং বসপার জোটকে একহাত নিয়ে  সাধনা বলেন, ‘ওঁর (মায়াবতী) সম্মান বলে কিছু নেই। অতীতে তাঁকে হেনস্থা  করা  হয়েছিল। আমরা জানি দ্রৌপদীকেও হেনস্থা করা হয়েছিল। কিন্তু তিনি সারা জীবন প্রতিশোধ নিতে চেয়েছিলেন। আর ইনি সব হারিয়েছেন তবু ক্ষমতার জন্য সম্মানটুকুও বিক্রি করে দিয়েছেন। সমগ্র নারীজাতির পক্ষে তিনি কলঙ্ক।'

8a90pligমায়াবতী ও অখিলেশ যাদব। 

মন্তব্যের প্রতিবাদ করেছেন অখিলেশ যাদব। তিনি মনে করেন বিজেপির নেত্রী মন্তব্যে শুধু মায়াবতী নয় দেশের সমস্ত মহিলাই অপমানিত হয়েছেন। বিজেপি নেত্রীর এ হেন মন্তব্য করার একটি প্রেক্ষাপট আছে। আর সেটা হল প্রায় ২৪ বছর আগের একটি ঘটনা। লখনউয়ের সরকারি অতিথিশালার সেই ঘটনা  ঘিরে  নতুন করে চাঞ্চল্য দেখা  দিয়েছে। সেদিন সমাজবাদী পার্টির নেতা কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন মায়ার দলের কর্মীরা। মায়া নিজেও সে সময় ভেতরেই ছিলেন। সেদিন কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। এরপর থেকেই দুটি দলের মধ্যে  গোলমালের সূত্রপাত। গত আড়াই দশক ধরে সেটাই বজায় থেকেছে। শেষমেশ কাছাকাছি  এসেছে  দুটি দল। লোকসভা নির্বাচনে  একসাথে লড়ার ব্যাপারে  সম্মতও হয়েছে তারা। এই দুটি দলের এক হয়ে লড়ায় উত্তরপ্রদেশের বিজেপির লড়াই শক্ত হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.