This Article is From Aug 19, 2019

গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত বিখ্যাত রেস্তোরাঁর মালিকের ছেলের পুলিশি হেফাজত

শনিবার রাতে মধ্য কলকাতার শেক্সপিয়ার সরণি-লাউডন স্ট্রিট ক্রসিংয়ে আরসালান পারভেজের গাড়ির ধাক্কাতেই নিহত হন দুই বাংলাদেশি নাগরিক।

গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত বিখ্যাত রেস্তোরাঁর মালিকের ছেলের পুলিশি হেফাজত

গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত বিখ্যাত রেস্তোরাঁর মালিকের ছেলের পুলিশি হেফাজত

কলকাতা:

গাড়ি দুর্ঘটনায় (car accident) কলকাতার জনপ্রিয় একটি রেস্তোঁরা চেইনের মালিকের ছেলের (Arsalan Parwez) পুলিশি হেফাজত হল। শনিবার ভোররাতে ওই রেস্তোরাঁ মালিকের ছেলে আরসালান পারভেজের বিলাসবহুল গাড়ির বেপরোয়া ধাক্কায় নিহত হন দুই বাংলাদেশি নাগরিক (Bangladeshi national)। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে ওই রেস্তোরাঁ মালিকের ছেলে পালাতে সক্ষম হলেও পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার অভিযুক্তকে ১২ দিনের পুলিশি হেফাজতে (police custody) পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পথচারীকে ধাক্কা মেরে কনস্টেবলকে ১০০ মিটার টেনে নিয়ে গেল কলকাতার বাইক আরোহী

কলকাতা পুলিশের একজন উর্ধ্বতন কর্তা জানিয়েছেন, "২১ বছরের আরসালান পারভেজকে আগামী ২৯ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"

শনিবার রাত ১টা ৫০ নাগাদ মধ্য কলকাতার শেক্সপিয়ার সরণি-লাউডন স্ট্রিট ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

পারভেজের গাড়িটি সম্ভবত অন্য একটি গাড়িতে ধাক্কা খেয়ে একটি ট্র্যাফিক সিগন্যাল পোস্টে ধাক্কা মারলে সেখানে আশ্রয় নেওয়া দুই বাংলাদেশি নাগরিক (Bangladeshi national) নিহত হন। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন আরও একজন পথচারি।

এক দিনের পুলিশ হেফাজতে রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ

দুর্ঘটনার পরে পারভেজ ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাঁকে গ্রেফতার করা হয়।

আরসালান পারভেজ (Arsalan Parwez) শহরের বিখ্যাত বিরিয়ানি রেস্তোঁরা চেইন আরসালান-এর মালিকের ছেলে বলে জানা গেছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.