This Article is From Aug 16, 2019

এক দিনের পুলিশ হেফাজতে রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ

ধৃতের বিরুদ্ধে বেপড়োয়া গাড়ি চালানো  (rash driving) ও সম্পত্তি নষ্টের (damaging properties) অভিযোগ আনা হয়েছে

এক দিনের পুলিশ হেফাজতে রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ
কলকাতা:

এক দিনের পুলিশ হেফাজতের (police custody) নির্দেশ অভিনেত্রী-সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়ের। ধৃতের বিরুদ্ধে বেপড়োয়া গাড়ি চালানো (rash driving) ও সম্পত্তি নষ্টের (damaging properties) অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ফরেন্সিক পরীক্ষা হয় শুক্রবার। পুলিশ জানিয়েছে, তাঁর ছেলের (Roopa Ganguly son) গাড়িটি প্রথমে গল্ফ গার্ডেনের (Golf Garden) একটি ক্লাবের দেওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা (Roopa Ganguly son accident) মারে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) ছেলে আকাশ মুখোপাধ্যায় (Roopa Ganguly son) গাড়ি ঘোরানোর সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গল্ফ গার্ডেন এলাকার ১টি অভিজাত ক্লাবের দেওয়ালে। দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে গাড়ির উপরেই। তবে এতে কোনও হতাহত হয়নি।

বিআর চোপড়া পরিচালিত মহাভারতের দ্রৌপদী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) । ২০১৫ সালে তিনি রাজ্যসভার মনোনিত বিজেপি সাংসদ হন। রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলের ঘটনায় ক্রমশ রাজনৈতিক রং লাগে। রাজ্য বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এক্ষেত্রে নিশানা করেন তৃণমূলকে  (TMC)। হুঁশিয়ারি দিয়ে জানিয়েদেন, পুলিশ আকাশ মুখোপাধ্যায়কে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করলে বিজেপিও আইনি পদক্ষেপ করবে। তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত নিরপেক্ষ হবে বলে আশা করি। পুলিশ যদি ইচ্ছে করে আকাশকে মদ্যপ বলে প্রমাণ করতে চায় তবে আমরাও এই মামলায় অন্তর্ভুক্ত হবো।'

আকাশের গাড়ি বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়ার পরই তাকে মদ্যপ বলে অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অর্চনা দাশগুপ্ত (Archana Dasgupta)। তিনি বলেছিলেন, ‘বাচ্চারা এখানে রাস্তার উপরই খেলে। তার মধ্যেই নিয়ন্ত্রণহীন গাড়ি চালায় আকাশ। প্রাণহানির ঘটনা হতে পারতো। এর আগেও সাংসদের ছেলের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ রয়েছে।' কাউন্সিলরের এই মন্তব্য ঘিরেই সুর চড়ায় গেরুয়া শিবির। তবে, বছর ২১শের যুবককে মদ্যপ বলে দাবি করেন স্থানীয়রাও।

ছেলে আকাশের দুর্ঘটনায় ট্যুইট করেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়  (Roopa Ganguly)  । তিনি লেখেন, ‘আমার ছেলে গতকাল গাড়ি দুর্ঘটনা করেছে। আমি পুলিশকে বিষয়টি দেখার জন্য বলেছি। আইনিভাবেই সব পদক্ষেপ করা হবে। দয়া করে এটি নিয়ে কোনও পক্ষপাতিত্ব বা রাজনীতি নয়।' প্রধানমন্ত্রীকে ট্যুইটে ট্যাগ করে তিনি হিন্দিতে লেখেন, ‘আমি কোনও অন্যায়কে মদত দি না। আমি প্রচারের বস্তু নই।'



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.