This Article is From Aug 23, 2018

কেরালার বন্যা : কেন্দ্রের সিদ্ধান্তে খুশি নয় রাজ্য, রইল কয়েকটি তথ্য

কেরালাকে নতুন করে গঠন করার কাজে বিদেশি সাহায্য নেবে না কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রক থেকে বিষয়টি জানানো হয়েছে।

সিদ্ধান্তে খুশি নয় কেরালা সরকার।

হাইলাইটস

  • প্রধানমন্ত্রী বা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা পাঠানো যাবে
  • কেন্দ্রীয় সিদ্ধান্তে খুশি নয় কেরাল
  • আরব সহ বেহ কয়েকটি দেশ সাহায্য করতে চেয়েছিল
নিউ দিল্লি:
  1. কেরালা এবং কেন্দ্রের মধ্যে মূল সমস্যা তৈরি  হয় আরবের প্রস্তাবিত টাকা গ্রহণ করা  নিয়ে। আরব সাতশো কোটি দানের প্রস্তাব দিয়েছিল। 

  2. কেন্দ্র জানায়  যে সমস্ত দেশ টাকা দিতে চেয়েছিল তাদের প্রতি ভারত কৃতজ্ঞ। 

  3. কেন্দ্রীয়   সিদ্ধান্ত জানার আগে কেরালার  অর্থমন্ত্রী টমাস আইজ্যাক জানান আমরা কেন্দ্রের  থেকে 2200 কোটি টাকা সাহায্য চেয়েছিলাম। কিন্তু পেয়েছি  মাত্র 600 কোটি টাকা! এমতাবস্থায়  আরব যখন 700 কোটি টাকা দিতে  চাইছে তখন না নেওয়ার  কোনও যুক্তি নেই। 

  4. মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নও বলেছিলেন আরবের মতো দেশের সাহায্য  যাতে পাওয়া যায় তার জন্য কথা বলবেন প্রধানমন্ত্রীর  সঙ্গে। কিন্ত  এ খন আর সে পথ খোলা রইল না।

  5. শুধু আরব নয় থাইল্যান্ডও সাহায্য করতে চেয়েছিল। সেটিও গ্রহণ করা হচ্ছে না।              

  6. বিভিন্ন দেশকে ভারত জানিয়েছে  কেরালার ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে  দেখা হচ্ছে। আর সমস্যা মিটিয়ে নেওয়ার ক্ষমতা  ভারতের আছে।

  7. বিদেশ থেকে আসা সাহায্য গ্রহন না করার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে কংগ্রেস। 

  8.    কংগ্রেস নেতা তথা কেরলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি বলেন মানুষের কথা ভবে সিদ্ধান্ত নেওয়া উচিত। 

  9. একই ভাবে 2013 সালে উত্তরাখণ্ডের বন্যার পর বিদেশের সাহায্য নেয়নি ইউপিএ সরকার।

.