This Article is From Feb 22, 2020

'গানের তালে নাচাব ট্রাম্পকে!' চ্যালেঞ্জ কৈলাস খেরের

আমি নিশ্চিত, শেষের গানের ছন্দে নেচে উঠবেন ট্রাম্পও, জানান কৈলাস খের।

'গানের তালে নাচাব ট্রাম্পকে!' চ্যালেঞ্জ কৈলাস খেরের

ডোনাল্ড ট্রাম্পকে নাচাতে তৈরি কৈলাস খের!

হাইলাইটস

  • ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়ে গান শোনাবেন কৈলাস খের
  • এমনই ইচ্ছে স্বয়ং গায়কের
  • সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি
নয়া দিল্লি:

ভারতে আসছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ২৪ ফেব্রুয়ারি দেশের মাটিতে পা রাখবেন তিনি। ভারতবর্ষের দৌড়ের দিনগুলি রয়েছে। গুজরাতের আমেদাবাদে মাটি ছোঁবে। তাঁকে স্বাগত জানাতে চলছে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। বলিউড শিল্পী কৈলাস খের (Kailash Kher) মতিরা স্টেডিয়ামে মার্কিন রাষ্ট্রপতিকে 'জয় জয় কারা' গানটি দিয়ে স্বাগত জানানোর ইচ্ছে প্রকাশ করেছেন। কৈলাশ খের তাঁর ভিডিও সমেত পুরোপুরি প্রস্তুত।

বাংলোয় আত্মহত্যা মিকা সিংয়ের ম্যানেজারের! কেন?

একই সঙ্গে শিল্পীর দাবি, "২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু করব 'জয়-জয় কারা, জয়-জয় কারা স্বামী দেনা সাথ হামারা' গান দিয়ে। শেষ করব 'অগড় বম-বম লহরী' দিয়ে। আমি নিশ্চিত, শেষের গানের ছন্দে নেচে উঠবেন ট্রাম্পও।" 


কৈলাশ খের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কীভাবে তিনি স্বাগত জানাতে চলেছেন তার ভিডিও সোশ্যালে ছেড়েছেন। এবং তা পুরোপুরি ভাইরাল। দর্শক-শ্রোতারা প্রশংসা করেছেন তাঁর পারফর্মের। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে তাজমহলেও যাবেন। যার জন্য ২ হাজারেরও বেশি মানুষ আগ্রাকে সাজাতে ব্যস্ত।

.