This Article is From Jan 28, 2019

উত্তরপ্রদেশের কুশিনগরে ভেঙে পড়ল বায়ু সেনার জাগুয়ার যুদ্ধ বিমানঃ রিপোর্ট

জানা  গিয়েছে ঘটনাস্থলের দূরত্ব লখ্নৌ থেকে  ৩২২ কিলোমিটার। মাঠে  ভেঙে পড়ার সঙ্গে  সঙ্গে  আগুন লেগে  যায়।

উত্তরপ্রদেশের কুশিনগরে ভেঙে পড়ল বায়ু সেনার জাগুয়ার যুদ্ধ বিমানঃ রিপোর্ট

হাইলাইটস

  • উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে বায়ু সেনার জাগুয়ার যুদ্ধ বিমান
  • উত্তরপ্রদেশের রাজধানী থেকে ৩২২ কিমি দূরে এই ঘটনাটি ঘটেছে
  • শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচেন বিমান চালক

জানা গিয়েছে  উত্তরপ্রদেশের কুশিনগরে ভেঙে পড়ল বায়ু সেনার জাগুয়ার যুদ্ধ বিমান।
জানা  গিয়েছে ঘটনাস্থলের দূরত্ব লখ্নৌ থেকে  ৩২২ কিলোমিটার। মাঠে  ভেঙে পড়ার সঙ্গে  সঙ্গে  আগুন লেগে  যায়। 

সূত্রের খবর গোরক্ষপুর থেকে উড়তে শুরু করেছিল যুদ্ধ বিমান। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিমান চালক প্রাণে বেঁচে গিয়েছেন বলে খবর।  

.