This Article is From Jan 19, 2019

“২০১৯ এ নতুন প্রধানমন্ত্রী দেখবেই ভারত” ব্রিগেডে বললেন অখিলেশ যাদব

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ বলেন, “বিজেপি বলছিল, উত্তরপ্রদেশে মহাজোট কখনো হবে না! কিন্তু গত সপ্তাহেই সেই অসম্ভব সম্ভব হয়ে গেল। সব অবশ্য বিজেপির কারণেই। কারণ আমাদের বিজেপিকে পরাজিত করতেই হবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল রাজনৈতিক সমাবেশে এতগুলি বিরোধী দলের একত্রে আসার জন্য ক্ষমতাসীন বিজেপিকেই ধন্যবাদ জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব

হাইলাইটস

  • BJP stitched alliance with CBI, Enforcement Directorate: Akhilesh Yadav
  • United opposition idea inspired by BJP-led alliance government, he said
  • The country will be happy to see a new prime minister in 2019, he said
কলকাতা:

কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল রাজনৈতিক সমাবেশে এতগুলি বিরোধী দলের একত্রে আসার জন্য ক্ষমতাসীন বিজেপিকেই ধন্যবাদ জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি জানান, একক বিরোধী দলের জোটের ধারণা বিজেপি নেতৃত্বাধীন সরকারেরই অনুপ্রেরণা ছিল।

অখিলেশ বলেন, “আপনি একটি জোট সরকার চালাচ্ছেন। আপনার এনডিএ-তে অনেক সহযোগী রয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে আরো বেশিজনকে দলে টানার চেষ্টা করছেন। আপনি আমাদের অনুপ্রাণিত করেছেন। এখানে বিরোধী দলগুলির একটি সুন্দর মিলন দেখা যাচ্ছে।"

কোনও বিশেষ ব্যক্তি নয়, আদর্শকে পরাজিত করতে হবে, তৃণমূলের সমাবেশে এসে বললেন যশবন্ত সিনহা

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ বলেন, “বিজেপি মহাজোটকে ঠাট্টা করে বলেছিল "ইনকে পাস দুলহে বহুত হ্যায়, কৌন বনেগা প্রধানমন্ত্রী!” তাদের জানা উচিত যে জনতা যা সিদ্ধান্ত নেবে, তাই হবে! কিন্তু আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, যারা ব্যর্থ হয়েছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে এবং প্রতারণা করেছে, যারা চক্রান্ত করেছিল এবং ঘৃণা ছড়িয়ে দিয়েছিল, তাঁদের কি প্রধানমন্ত্রী হিসেবে অন্য কোনও নাম মাথায় আসছে?”

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ বলেন, “বিজেপি বলছিল, উত্তরপ্রদেশে মহাজোট কখনো হবে না! কিন্তু গত সপ্তাহেই সেই অসম্ভব সম্ভব হয়ে গেল। সব অবশ্য বিজেপির কারণেই। কারণ আমাদের বিজেপিকে পরাজিত করতেই হবে।” তবে বিজেপিকে কৃতিত্ব দেওয়ার মাঝেও অখিলেশ অভিযোগের তিরেও একে একে বিদ্ধ করেছেন বিজেপি নেতৃত্বদের। সমাজবাদী পার্টির এই নেতা অভিযোগে তোলেন, বিজেপি, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং অন্যান্য তদন্তকারী সংস্থার সঙ্গে একটি জোট গঠন করেছে। এবং বিজেপি ভালো করেই জানে কীভাবে নিজেদের সুবিধার জন্য অন্যদের ব্যবহার করতে হয়।" তিনি আরও জানান, যখনই বিজেপি বুঝতে পারে যে যে সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির মধ্যে বিশাল জোট উত্তরপ্রদেশে দানা বাঁধছে, সিবিআইকে সতর্ক করে দেওয়া হয়।

সিবিআই ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে অবৈধ বালি খননের ঘটনার তদন্ত করছে। এই সময়কালে মুখ্যমন্ত্রী থাকার জন্য অখিলেশ যাদবের ভূমিকাও যাচাই করবে সিবিআই। কিন্তু অখিলেশ প্রশ্ন তুলছেন, “সিবিআইয়ের ভূমিকা যাচাই করবে কে?”

শহরে আজ তৃণমূলের ব্রিগেড, দেখে নিন কলকাতার এই মুহূর্তের কী পরিস্থিতি

বিরোধী দলীয় এমন মহা সম্মেলনের আয়োজনের জন্য অখিলেশ যাদব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকে আমরা আমাদের ঐক্যের শক্তি প্রদর্শনের জন্য বাংলায় এসেছি। বাংলা থেকে যুদ্ধ শুরু হয়েছে এবং বাকি দেশ এবার যুদ্ধে সামিল হবে। দেশ এবার নতুন প্রধানমন্ত্রী দেখতে চায় এবং আমরা নিশ্চিত যে ২০১৯ সালের নির্বাচনে ভারত নতুন প্রধানমন্ত্রী পাবে!”

.