This Article is From Sep 01, 2019

দক্ষিণ এশিয়ার অনুষ্ঠানে কাশ্মীর নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে ভারত-পাকিস্তান

কাশ্মীর ইস্যুটি তোলেন পাকিস্তানের প্রতিনিধি, তারপরেই ভারতের তরফে পয়েন্ট অফ অর্ডার তোলা হয়

দক্ষিণ এশিয়ার অনুষ্ঠানে কাশ্মীর নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে ভারত-পাকিস্তান

বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরের বিষয় তুলে ধরার চেষ্টা করেছে পাকিস্তান।

মলদ্বীপ:

মলদ্বীপে দক্ষিণ এশিয়া অধ্যক্ষ সম্মেলনে উত্তপ্ত বাক্য বিনিময় ভারত ও পাকিস্তানের প্রতিনিধির। সেখানে জম্মু ও কাশ্মীরে বিশেষ রাজ্যের মর্যাদার বিষয়টি তুলে ধরার চেষ্টা করে পাকিস্তান। কাশ্মীরের প্রসঙ্গ তুলে ধরেন পাকিস্তানের প্রতিনিধি, তারপরেই পয়েন্ট অফ অর্ডার তোলা হয় ভারতের তরফে, এবং কঠোরভাবে তা খণ্ডন করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। তিনি বলেন, “এখানে ভারতের অভ্যন্তরীণ বিষয় তুলে ধরার আমরা তীব্র আপত্তি জানাচ্ছি, এবং এই সম্মেলনের অন্তর্ভুক্ত নয়, এমন বিষয়কে এখানে তুলে ধরে মঞ্চটিকে রাজনৈতিক করে তোলার চেষ্টার তীব্র প্রতিবাদ করছি”। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন লোকসভার অধ্যক্ষ  ওম বিড়লা।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বা ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয় ভারত এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। তারপরেই ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বাড়ে।

বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু তুলে ধরার চেষ্টা করে পাকিস্তান, যদিও ভারতের তরফে জানানো হয়, এটি দেশের অভ্যন্তরীণ বিষয়।

.