This Article is From Jul 10, 2020

তিনদিনে সাত থেকে আট লক্ষে পৌঁছল দেশের করোনা সংক্রমণ! দেখুন ১০ টি তথ্য

সূত্রের খবর কাজাখস্তানে বসবাস করা চিনের নাগরিকদের সতর্ক করল বেজিং। সে দেশে ছড়িয়ে পড়া অজানা ইনফ্লুয়েঞ্জা করোনার থেকে মারাত্মক। এমনটাই সতর্কবার্তা চিনের

তিনদিনে সাত থেকে আট লক্ষে পৌঁছল দেশের করোনা সংক্রমণ! দেখুন ১০ টি তথ্য

প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। (ফাইল ছবি)

নয়াদিল্লি: ভারতে করোনা সংক্রমণ (Covid-19 in India) সাত লক্ষ থেকে আট লক্ষে পৌঁছতে তিনদিন সময় নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৪৮৪ জন সংক্রমিত। এই সংখ্যা ধরে শুক্রবার পর্যন্ত দেশে মোট সংক্রমিত ৮,০১,২৮৬। রাজ্যভিত্তিক হিসেবে একদম প্রথমে মহারাষ্ট্র (Maharashtra)। মোট সংক্রমিত ২,৩৯, ৫৯৯। তার পরে তামিলনাড়ুর সংক্রমণ ১,৩০,২৬১। তিন নম্বরে আছে দিল্লি, মোট সংক্রমিত ১,০৭, ০৫১। এদিকে, জীবনদায়ী রেমডেসিভির (Drug Remdesivir) ওষুধের অভাব দেখা গিয়েছে মহারাষ্ট্রে। অপরদিকে, মোট সংক্রমণের বিচারে তিন নম্বরে ভারত। প্রথম দুয়ে আমেরিকা আর ব্রাজিল (US-Brazil)।

দশ তথ্যে দেখুন বিশ্বের করোনা চিত্র:

  1. ফের একবার কড়া লকডাউনের আওতাধীন পুণে আর পিম্পরি-চিচৌড়। ১৩-২৩ জুলাই চলবে এই লকডাউন। শুক্রবার জানিয়েছে মহারাষ্ট্র সরকার

  2. একমাত্র ওষুধের দোকান, দুধের ডিপো, স্থানীয় ক্লিনিক আর জরুরি পরিষবা খোলা থাকবে এই ১০দিন

  3.  তামিলনাড়ুর মোট সংক্রমণের ৫৮% এসেছে চেন্নাই থেকে। একইভাবে গত ১৬ দিনে সংক্রমণ বেড়েছে মাদুরাইয়ে। 

  4. উত্তরপ্রদেশেও শুক্রবার রাত দশটা থেকে সোমবার সকাল পর্যন্ত কড়া লকডাউন। একমাত্র জরুরি পরিষেবা খুলতে অনুমতি দিয়েছে যোগী প্রশাসন। 

  5. মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক এবং তেলেঙ্গানা-সহ আটটি রাজ্য দেশের মোট সংক্রমণের ৯০% বহন করছে। এই আটটি রাজ্যের ৪৯টি জেলা থেকে ৮০% সংক্রমণের খবর মিলেছে। শুক্রবার সংসদীয় কমিটিকে এই তথ্য দিল স্বাস্থ্য মন্ত্রক

  6.  হোম কোয়ারান্টাইনে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর দপ্তরের কয়েকজন কর্মী সংক্রমিত। তাই সতর্কতা অবলম্বনে এই সিদ্ধান্ত। সিল করা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। পাঁচ দিন ধরে চলবে স্যানিটাইজ করার কাজ

  7.  এ নিয়ে দ্বিতীয়বার কর্নাটকের মুখ্যমন্ত্রীর দফতর বন্ধ করা হল। একমাস আগে মুখ্যমন্ত্রীর দফতরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর পরিবারের লোক সংক্রমিত হয়েছিলেন। সে বার সতর্কতা অবলম্বনে বন্ধ করা হয়েছিল দফতর

  8. সবচেয়ে সংক্রমিত রাষ্ট্র ইউএস। গত ২৪ ঘণ্টায় প্রায় ৬৫ হাজার ৫০০ জন সংক্রমিত। শুক্রবার এই তথ্য দিল জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। বিশ্বজুড়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ এই সংক্রমণে মৃত

  9. এদিকে, এই পরিস্থিতিতে শিল্পোৎপাদন তথ্য প্রকাশ স্থগিত রাখল কেন্দ্র। পরপর দু'বার চলতি অর্থবর্ষে এই সিদ্ধান্ত সরকারের। 

  10. ইতিমধ্যে, সূত্রের খবর কাজাখস্তানে বসবাস করা চিনের নাগরিকদের সতর্ক করল বেজিং। সে দেশে ছড়িয়ে পড়া অজানা ইনফ্লুয়েঞ্জা করোনার থেকে মারাত্মক। এমনটাই সতর্কবার্তা চিনের। যদিও, এটা ভুয়ো খবর। এমনটা দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের। 



Post a comment
.