This Article is From Jun 26, 2019

 “জয় শ্রীরাম” বলতে না চাওয়ায় মাদ্রাসার এক শিক্ষককে মারধর,ট্রেন থেকে ধাক্কা

এর আগে ঝাড়খণ্ডে জয় শ্রীরাম না বলায় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ ওঠে, তারপরেই পশ্চিমবঙ্গের এই ঘটনায় চাঞ্চল্য

 “জয় শ্রীরাম” বলতে না চাওয়ায় মাদ্রাসার এক শিক্ষককে মারধর,ট্রেন থেকে ধাক্কা

প্রতিকী ছবি

হাইলাইটস

  • ওই শিক্ষককে এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন
  • ফের খবরের শিরোনামে পশ্চিমবঙ্গ
  • ১৮ ঘণ্টা ধরে গণপিটুনি দেওয়া হয় যার জেরে মৃত্যু
নিউ দিল্লি:

ফের খবরের শিরোনামে পশ্চিমবঙ্গ (West Bengal)। “জয় শ্রীরাম”(Jai Shri Ram) না বলতে চাওয়ায় এক মাদ্রাসার শিক্ষককে(Madrasa Teacher) কয়েকজন লোক মারধর করে ট্রেন থেকে ফেলে দিল সে রাজ্যে।ওই শিক্ষককে এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন।জিআরপি সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ২৬ বছরের মাদ্রাসা শিক্ষক হাফিজ মহম্মদ শাহরুখ হলদর যখন ট্রেনে করে ক্যানিং থেকে হুগলি যাচ্ছিলেন তখনই তাঁর উপর ওই মারধরের ঘটনা ঘটে,তাঁকে ট্রেন(Train) থেকে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।সম্প্রতি ঝাড়খণ্ডে ২২ বছরের তবরেজ আনসারি নামে এক ব্যক্তিকেও জয় শ্রীরাম ও জয় হনুমান বলার জন্যে জোর করা হয় এবং তারপর তাঁকে ১৮ ঘণ্টা ধরে গণপিটুনি দেওয়া হয় যার জেরে মৃত্যু হয় ওই ব্যক্তির।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এল পশ্চিমবঙ্গের এই ঘটনা।

রেলের এক আধিকারিক জানিয়েছেন,”হলদর জানিয়েছেন একদল লোক তাঁর কাছএ এসে তাঁকে “জয় শ্রীরাম” ”(Jai Shri Ram) বলতে বলেন।কিন্তু তিনি তা বলতে না চাইলে ওই লোকগুলো তাঁকে মারধর করতে শুরু করে এবং পার্ক সার্কাসের কাছে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।হলদরের চোখ এবং হাতে চোট লাগে”।ওই আধিকারিক আরও জানিয়েছেন যে আক্রান্ত শিক্ষক(Madrasa Teacher) বালিগঞ্জ জিআরপিএসে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি ঝাড়খণ্ডের সারাইকেলা খারসাওন জেলায় চুরির অভিযোগে তাবরেজ আনসারি নামে এক ব্যক্তিকে গণপিটুনি(lynching)  দেওয়া হয়।একটি ভিডিওতে দেখা যায়, গণপিটুনি দেওয়ার পাশাপাশি তাঁকে “জয় শ্রীরাম” ”(Jai Shri Ram) ও “জয় হনুমান” ধ্বনি দিতেও বাধ্য করা হয়।এর ৪দিন পর, তাবরেজ আনসারিকে মৃত ঘোষণা করেন জামশেদপুরের টাটা মেইন হাসপাতালের চিকিত্সকেরা।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ।গঠন করা হয়েছে বিশেষ বিশেষ তদন্ত কমিটিও।তাঁরা তদন্ত করে রিপোর্ট দেবে ঘটনার।

ওদিকে রাষ্ট্রপতির বক্তব্যের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন।তবে এর জন্যে গোটা ঝাড়খণ্ডকে দোষী করা অনুচিত।তবে ঝাড়খণ্ডের ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

.