Independence Day 2019: লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীর উদ্দ্যেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি:
৭২তম স্বাধীনতা দিবস (Independence Day 2019) উদযাপনে ভারতবাসী। আজ স্বাধীনতা দিবসে (Independence Day 2019) লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Nadrendra Modi)। এরপর সেখান থেকেই জাতীর উদ্দ্যেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মনে করা হচ্ছে, যে বিষয়গুলির ওপর প্রধানমন্ত্রী (PM Narendra Modi) জোর দেবেন, তারমধ্যে রয়েছে, মাওবাদী সমস্যা, জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে তাঁর সরকারের পদক্ষেপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে। দ্বিতীয়বার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এটাই তাঁর প্রথম ভাষণ। “স্বচ্ছ ভারত অভিযান”, “আয়ুষ্মান ভারত”র মতো বিভিন্ন প্রকল্পের ঘোষণার ক্ষেত্রে বার্ষিক এই মঞ্চটিকেই বেছে নেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। তাঁর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কাজ নিয়েও বলবেন মনে করা হচ্ছে। দলের নেতারা মনে করছেন, দ্বিতীয়বার ব্যপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার আসার পর, জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ প্রধানমন্ত্রীর (PM Modi) বক্তব্যের অভিমুখ ঠিক করে দিয়েছে।
গত সপ্তাহে জাতীর উদ্দ্যেশে ভাষণে, উপত্যকার বাসিন্দাদের উন্নয়ন এবং শান্তির আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা নিয়ে উদ্বেগের অবসান ঘটনোর কথাও বলেন তিনি।
Aug 15, 2019 09:28 (IST)
লালকেল্লায় শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Aug 15, 2019 09:25 (IST)
ভারতের পর্যটন ক্ষেত্রের উন্নতিসাধনের 'বড়' সুযোগ: প্রধানমন্ত্রী
ভারতের পর্যটন ক্ষেত্রের উন্নতিসাধনের 'বড়' সুযোগ রয়েছে।
সময় এসেছে রফতানি বাড়ানোর। ভারতের প্রতি জেলা থেকেই এটা করতে হবে।
আমাদের স্থানীয় দ্রব্যকে আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে।
ভারতের সঙ্গে ব্যবসা করতে বিশ্ব উন্মুখ হয়ে রয়েছে। সরকার মূল্যের বিষয়টি নিয়ন্ত্রণে রেখে
উন্নতিকে বাড়াতে চেষ্টা করছে।
আমাদের অর্থনীতির ভিত্তি খুব মজবুত।
Aug 15, 2019 09:20 (IST)
প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতেই হবে: প্রধানমন্ত্রী
আমরা কি ভারতকে প্লাস্টিকমুক্ত করতে পারব?
এবার এমন পরিকল্পনা করার সময় এসেছে।
এই লক্ষ্যে দল গঠন করা হোক।
২ অক্টোবর এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করা হোক।
Aug 15, 2019 09:17 (IST)
ভারতের একজন চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন: প্রধানমন্ত্রী
আমাদের বাহিনী আমাদের গর্ব।
বাহিনীদের মধ্যে যোগাযোগ আরও তীক্ষ্ণ করে তুলতে আমি লালকেল্লা থেকে ঘোষণা করতে চাই একটি বড় সিদ্ধান্তের।
ভারতের একজন চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS থাকবেন।
এর ফলে বাহিনীগুলি আরও সক্রিয় হয়ে উঠবে।
Aug 15, 2019 09:13 (IST)
সময় বদলাচ্ছে আর সেটা আমাদের মেনে নিতে হবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আগে কেবল আকাঙ্ক্ষা থাকত একটা ভাল মোবাইল ফোনের। কিন্তু এখন মানুষের আকাঙ্ক্ষা আরও গতিসম্পন্ন ডেটা
মানুষের ভাবনাচিন্তা বদলেছে।
আগে মানুষ একটি রেলওয়ে স্টেশনের পরিকল্পনাতেই খুশি হত।
এখন মানুষ জানতে চায়, কবে বন্দেমাতরম এক্সপ্রেস আমার এলাকায় আসবে।
কেবল ভাল রেলস্টেশন বা বাস স্টেশন নয়, মানুষ এখন জানতে চায় কবে একটা ভাল বিমানবন্দর আসবে।
ভারতের বর্ধনশীল অগ্রগতির প্রয়োজন নেই। একটা লম্বা লাফের প্রয়োজন আছে। আমাদের চিন্তার প্রক্রিয়াকে বাড়াতে হবে।
আমি সব সময় বলি, মানুষের জীবনে সরকারের অত্যধিক প্রভাবকে সরিয়ে দেব না কেন। আমাদের নাগরিকদের স্বাধীনতা দেওয়া হোক নিজেদের আকাঙ্ক্ষাকে নিজেরাই পূরণ করার। এইভাবে সঠিক ইকো-সিস্টেম তৈরি হোক।
দুর্নীতি ও কালো টাকাকে সরানোর প্রতিটি পদক্ষেপকে স্বাগত। গত ৭০ বছর ধরে এগুলি ভারতের ক্ষতি করে চলেছে। সততাকে আমরা যেন সব সময় পুরস্কৃত করি।