This Article is From Apr 29, 2019

দিদি, আপনি কাদার রসগোল্লায় পাথর ভরে দিলেও আমি খেয়ে নেব: নরেন্দ্র মোদী

"রসগোল্লায় যে পাথরগুলো ভরে দেবেন আপনি বলেছেন, সেগুলো তো আপনার দলের গুন্ডারা মানুষের ওপর ব্যবহার করত। সেগুলোই এবার আমার কাছে চলে আসবে"।

দিদি, আপনি কাদার রসগোল্লায় পাথর ভরে দিলেও আমি খেয়ে নেব: নরেন্দ্র মোদী

তাঁর বক্তৃতার বেশ কিছুটা সময় এই 'কাদার রসগোল্লা' নিয়েই ব্যয় করেন প্রধানমন্ত্রী।

কলকাতা:

রসগোল্লা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ও তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে তরজা ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে। কয়েকদিন আগেই একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নরেন্দ্র মোদীর রসগোল্লায় কাদা মাখিয়ে তার ভিতরে পাথর ভরে দেবেন তিনি। যা খেতে গেলে প্রধানমন্ত্রীর 'দাঁত ভেঙে যাবে'। তার জবাবে নরেন্দ্র মোদী আজ শ্রীরামপুরের একটি জনসভা থেকে বললেন, "দিদিকে ধন্যবাদ জানাই এমন একটি 'প্রসাদ' উপহার দেওয়ার জন্য"। তিনি বলেন, "আমার কাছে মাটি হল একটি পবিত্র জিনিস। তা আমার প্রাণশক্তির উৎস। আমার অনুপ্রেরণা। বাংলার মাটি দিয়ে প্রস্তুত ওই রসগোল্লাটি চেখে দেখার জন্য আমি মুখিয়ে আছি। দিদি আমাকে কাদামাটি আর পাথর দিয়ে তৈরি রসগোল্লা (Rosogolla) খাওয়াতে চান। আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। বাংলার মাটিতে পা রেখেছেন অগণিত দেশপ্রেমিক এবং কিংবদন্তী। মোদীকে কেউ যদি মাটির তৈরি রসগোল্লা খাওয়াতে চান, তাহলে তা মোদী আনন্দের সঙ্গেই গ্রহণ করবেন। আমি দিদিকে আগাম ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে, আমি অত্যন্ত গর্ব অনুভব করছি আপনার এই প্রস্তাবে। এমন প্রসাদ পাওয়ার মতো ভাগ্য তো সকলের থাকে না"।

তাঁর বক্তৃতার বেশ কিছুটা সময় এই 'কাদার রসগোল্লা' নিয়েই ব্যয় করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, "আমি আরও আনন্দ পাচ্ছি কী ভেবে জানেন দিদি? রসগোল্লায় যে পাথরগুলো ভরে দেবেন আপনি বলেছেন, সেগুলো তো আপনার দলের গুন্ডারা মানুষের ওপর ব্যবহার করত। সেগুলোই এবার আমার কাছে চলে আসবে। বাংলার মানুষকেও আর জখম হতে হবে না ওই পাথরের আঘাতে। তাঁরাও স্বস্তির শ্বাস ফেলবেন"।

তৃণমূলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখেন, রাজ্যে এসে দাবি মোদীর

প্রসঙ্গত, বলিউড অভিনেতা অক্ষয়কুমারকে দেওয়ার 'অরাজনৈতিক সাক্ষাৎকার'-এই প্রথম উঠে আসে এই রসগোল্লার প্রসঙ্গ। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্ষয়কুমারকে বলেছিলেন, "আমি জানি না, এই কথাটি বললে আমি রাজনৈতিকভাবে বিপদে পড়ে যাব কি না, তবে, সত্যিটা হল এই যে, মমতা দিদি আমাকে প্রতিবছরই বেশ কয়েকটি হাতে তৈরি পাঞ্জাবী পাঠান উপহার হিসাবে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মিষ্টি পাঠান জানার পর মমতা দিদিও বাংলা থেকে বছরে একবার কি দু'বার আমাকে মিষ্টি পাঠানো শুরু করেন"। 

এর উত্তরে তাঁর কিছু বলার আছে কি না, তা জিজ্ঞাসা করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেন, "মোদী এখনও রসগোল্লা পাবেন। অর্থাৎ, কোনও ভোটই পাবেন না উনি। কোনও আসনও নয়"।

গত শুক্রবার আসানসোলের একটি জনসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও তীক্ষ্ণ আক্রমণ করে বলেন, "আমি মোদীকে কাদার তৈরি রসগোল্লা তৈরি করিয়ে তার ভিতর পাথর ভরে দিয়ে উপহার হিসাবে পাঠাব। একটা খেলেই দাঁত ভেঙে যাবে। মিথ্যে কথা বলা বেরিয়ে যাবে"!

.